কালিয়াগঞ্জ থানা রজক সমিতির নুতন কমিটি গঠনের মধ্য দিয়ে সিধান্ত হয় কালিয়াগঞ্জ শান্তি কলোনীতে শ্রীমতী নদীতে নির্মিত ধোবি ঘাট শীঘ্রই চালু হবে-
1 min readকালিয়াগঞ্জ থানা রজক সমিতির নুতন কমিটি গঠনের মধ্য দিয়ে সিধান্ত হয় কালিয়াগঞ্জ শান্তি কলোনীতে শ্রীমতী নদীতে নির্মিত ধোবি ঘাট শীঘ্রই চালু হবে-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর— কালিয়াগঞ্জ থানা রজক সমিতির ২৩তম বার্ষিক সভা রবিবার কালিয়াগঞ্জের রায়কলনীর বিশিষ্ট সমাজসেবী ঈশ্বর রজকের বাড়িতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়।এই সভায় সংগঠনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পর সিধান্ত হয় কালিয়াগঞ্জ শান্তি কলোনীর শ্মশান ঘাটে দীর্ঘদিন থেকে
পাকা নির্মিত ধোবি ঘাট অব্যহৃত অবস্থায় যেটি পড়ে রয়েছে তা শীঘ্রই চালু করা হবে রজক সমিতির সদস্যদের স্বার্থেই।রবিবারের সভায় কালিয়াগঞ্জ থানা রজক সমিতির নুতন কার্যকরী সমিতি গঠন করা হয়।মোট ১৫জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। সমিতির কনভেনার পদে নির্বাচিত হন
বিশিষ্ট সমাজসেবী তথা কালিয়াগঞ্জ পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার ঈশ্বর রজক। তিন জনের উপদেষ্টা মন্ডলীতে আছেন যথাক্রমে দুলাল রজক,দিলীপ রজক এবং বিশ্বনাথ রজক। সভাপতি হন শংকর রজক।দুইজন সহ-সভাপতি নির্বাচিত হয় যথাক্রমে নারায়ণ রজক এবং রনজিৎ রজক।সমিতির সম্পাদক নির্বাচিত হয় রাম রজক(ভোলা)।দুইজন সহ-সম্পাদক নির্বাচিত হয় 7যথাক্রমে পিন্টু রজক এবং লাল চাঁদ রজক।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয় উত্তম রজক।সহকারী কোষাধ্যক্ষ দুইজন নির্বাচিত হয় যথাক্রমে মরল রজক এবং বিশ্বকর্মা রজক।সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয় যথাক্রমে গৌতম রজক এবং নিখিল রজক। নব নির্বাচিত সম্পাদক রাম রজক(ভোলা)বলেন লকডাউনের মধ্যে তারা প্রচন্ড সমস্যার মধ্যেই আছে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক কার্তিক পাল যদি কালিয়াগঞ্জের রজক সমাজের প্ৰতি একটু দৃষ্টি দিলে অনেকেই উপকৃত হতে পারে।তিনি বলেন প্ৰতি শনিবার তাদের একবেলা অর্থাৎ বেলা ২টা পর্যন্ত কাজ হবে এখন থেকে।সভায় সভাপতিত্ব করেন শঙ্কর রজক।