আগামী বিধান সভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিন দিনাজপুর জেলায় সাংগঠনিক বৈঠক করে গেলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব
1 min readআগামী বিধান সভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিন দিনাজপুর জেলায় সাংগঠনিক বৈঠক করে গেলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–: আসলে ভোট যুদ্ধ বড় বালাই।তাই আগামী বিধান সভা নির্বাচনকে তৃণমূল পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের এক বিশেষ সাংগঠনিক বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বুনিয়াদপুরে। বুনিয়াদপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মাঙ্গলিক ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন
পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা বিধায়ক গৌতম দাস সহ জেলা তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত বিধানসভা আসন কে পাখির চোখ করে এদিনের এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।এই বৈঠকে জেলার প্রতিটি বিধানসভাকে কেন্দ্র করে একটি করে কোর কমিটির গঠন করেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।বিধানসভা ভিত্তিক কোর কমিটিতে সাতজন করে সদস্য মনোনীত করা হয়।আগামী বিধান সভা নির্বাচনের পূর্বে এই মনোনীত সদস্যরা তৃণমূলের সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী যাতে করতে পারে তার পূর্ন দায়িত্ব তাদের দেন বলে জানা যায়।তৃণমূলের এই গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক চলে আনুমানিক দুই ঘণ্টা। এই বৈঠকে দলের অন্যান্য আভ্যন্তরীণ বিষয় নিয়েও আলোচনা করা হয় । যেখানে আলোচনা হয় দক্ষিণ দিনাজপুর জেলায় কোন ভাবেই কোন গোষ্ঠী কোন্দল চলবেনা।সবাইকে নিয়ে চলতে হবে যে কোন উপায়ে।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই বৈঠক সম্পূর্ন দলীয় ব্যাপার নিয়েই আমাদের আলোচনা হয়েছে।তা ছাড়া যে ভাবে কেন্দ্রীয় সরকার প্রতিদিন যে ভাবে পেট্রো পন্যের মূল্য দিনের পর দিন বৃদ্ধি করছে তা নিয়ে কিভাবে এর প্রতিবাদ করা যায় আমরা ভাবছি।তিনি বলেন একদিকে করোনার প্রভাবে মানুষ দিশেহারা তার উপর মূল্যবৃদ্ধি এ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।