প্রবল বৃষ্টির জেরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নং ব্লক এর সঙ্গে চাকুলিয়া র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
1 min readপ্রবল বৃষ্টির জেরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নং ব্লক এর সঙ্গে চাকুলিয়া র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
প্রবল বৃষ্টির জেরে কালভার্ট ধসে যাওয়ায় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নং ব্লক এর সঙ্গে চাকুলিয়া র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। জানা যায় আজ সকাল থেকে প্রবল বৃষ্টি হয় সেখানে।
ফলে ভেঙে যাওয়া কালভার্ট অতিক্রম করে প্রচুর জল ঢুকে পরে গ্রামে এবং রাস্তায়।হঠাৎ করে এত জল ঢুকে পড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।রাস্তা চলাচলের জন্য যে রাস্তা ছিল সেই রাস্তাতেও প্রচুর জল জমে যাওয়ায় যাওয়া-আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এই দুটি ব্লকের মধ্যে।