January 12, 2025

এবার ধুপগুড়িতে লকডাউনের কারনে রাস্তায় রথ দেখা যাবেনা

1 min read

এবার ধুপগুড়িতে লকডাউনের কারনে রাস্তায় রথ দেখা যাবেনা

আশীষ ভট্টাচার্য–ধুপগুড়ি–এ বছর আর ধুপগুড়ীর রাজ পথে দেখা যাবেনা ইসকনের রথ যাত্রা। লক ডাউন করোনা সামাজিক দূরত্ব বজায় রাখার দরুন রথ যাত্রা কে স্থগিত করে দিলেন ধূপগুড়ী ইসকন কতৃপক্ষ। তবে পূজো পাঠ -নিয়ম মেনেই হবে। ইসকন মন্দিরের সামনে রথ থাকবে সাত দিন ভক্তরা দুর থেকে দর্শন করতে পারবেন ও সময় মতো

প্রসাদের ব্যবস্থা থাকছে বলে জানালেন জেলা প্রচারক ও ধূপগুড়ী ইসকন মন্দিরের প্রধান শ্রী শ্যাম সখা প্রভু। শ্রী শ্যাম সখা প্রভু আরও জানালেন এবারে অষ্টম বর্ষ রথ যাত্রায় বিরাট কার্য ক্রম ছিল। মায়াপুর মন্দির ও বিদেশের মন্দির থেকে বিদেশী ভক্ত বৃন্দ ও অনেক কায্য কর্তা দের আসার কথা ছিলো। এ পরিস্থিতি তে সব বন্ধ। প্রতি বছর মিলনী ময়দানে সাত দিন ধরে রথ কে কেন্দ্র করে পূজো -পাঠ- প্রবচন -নাটক প্রভৃতি ঘিরে থাকে হাজার হাজার ভক্তের উন্মাদনা শেষে থাকে প্রসাদ বিতরণ অনুষ্ঠান।এবার সব কিছু বন্ধ থাকছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *