ইসলামপুরে এবিভিপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানো হল
1 min readইসলামপুরে এবিভিপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানো হল
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বুধবার বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয় ইসলামপুর চৌরঙ্গী মোড়ে। উপস্থিত ছিলেন তন্ময় বিশ্বাস, শিলিগুড়ি জেলা সংযোজক।সৌরভ মজুমদার,স্টেট ওয়ার্কিং কমিটির সদস্য।
তারা বলেন চীনা সামগ্রী বয়কট করতে হবে। করোনাভাইরাস নিয়ে এসে গোটা পৃথিবী কে যারা চক্রান্ত করে ধ্বংসের করার দিকে নিয়ে গেছে তাদের কোন ক্ষমা নেই।যারা অন্যায়ভাবে ভারত সীমান্তে এসে আমাদের বীর জওয়ানদের জীবন নিয়েছে তাদের উচিৎ শিক্ষা দেবার দাবি জানায়।চিনেরই অন্যায় আক্রমনের প্রতিবাদ স্বরূপ আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি ইসলামপুর চৌরঙ্গী মোড়ে পালন করা হয়।