কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবিতে ইটাহার ব্লকে বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন
1 min readকৃষকদের স্বার্থে বিভিন্ন দাবিতে ইটাহার ব্লকে বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন
তপন চক্রবঅর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর-– আজ ইটাহার ব্লকের কৃষকদের শ্বার্থে বিভিন্ন দাবিতে বিজেপির কিষান মোর্চার পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়।দাবিগুলো মধ্যে ছিল অবিলম্বে বীমাকারী কৃষকের ক্ষতিপুরুন দিতে হবে l কেন্দ্রের প্রকল্প কিষান সন্মান নিধি অবিলম্বে পশ্চিম বাংলায় চালু করতে হবে | করোনা কাল মুহর্তে কেন্দ্র দ্বারা প্রদত্ত প্রতিটি কৃষক পরিবার কে 2000 টাকা এককালীন দিতে হবে।
সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, ধানের ধোলতা নেওয়া বন্ধ করতে হবে।ইটাহার বিডিও অফিস, বিজেপি নেতা তথা ইটাহার বিধানসভার পর্যবেক্ষক শ্যামল চৌধুরী র নেতৃত্বে এই ডেপুটেশন দেওযা হয়। ইটাহার ২৫ নং প্রাক্তন মন্ডল সভাপতি প্রাণ কুমার রায়, ২৫ ও ২৬ মন্ডল সভাপতি শ্যামল দাস, রত্ন মহৎ, কিষান মোর্চার সভাপতি নেপাল সরকার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ|