কালিয়াগঞ্জে ভারতের ছাত্র ফেডারেশনের মানবিক মুখ,২৫০ জন দুস্থ্য ছাত্র ছাত্রীদের মধ্যে বই পত্র বিলি
1 min readকালিয়াগঞ্জে ভারতের ছাত্র ফেডারেশনের মানবিক মুখ,২৫০ জন দুস্থ্য ছাত্র ছাত্রীদের মধ্যে বই পত্র বিলি
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)—করোনা ভাইরাসের বিশ্ব ত্রাসের জেরে লকডাউন প্রক্রিয়ার মধ্যে বিগত প্রায় চারমাস কালিয়াগঞ্জের দুস্থ মানুষজন রুজিরোজগার হারিয়ে ঘরে বসে থাকায় তাদের সংসার প্রায় অচল।একদিকে সংসার অন্যদিকে ছেলে মেয়েদের লিখাপরা কোন দিকেই সামাল দিতে না পারায় তারা দিশাহীন হয়ে পড়েছে।
এই দুরহ পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি দিতে তাদের সামনে এই দুঃসময়ের বন্ধু হয়ে রবিবার হাজির হল ভারতের ছাত্র ফেডারেশনের কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সদস্যর।তারা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ এলাকায় ২৫০জন ছাত্র ছাত্রীদের হাতে পড়াশোনা চালিয়ে যাবার জন্য বই পত্র,পড়াশোনার সামগ্রী ও একটি করে মাস্ক তুলে দেয়।
ভারতের ছাত্র ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গোপাল দাস এক প্রশ্নের উত্তরে বলেন তাদের সংগঠনের পক্ষ থেকে কম করেও চারশো জন ছাত্র ছাত্রীদের হাতে বই পত্র,পড়াশোনার স্যমগ্রী তুলে দেবার কথা।কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারনে সবার হাতে পৌঁছে দিতে পারিনি।
গোপাল দাস বলেন ভারতের ছাত্র ফেডারেশন আপদে বিপদে আমাদের ছাত্র ছাত্রী দের পাশে সব সময় ছিল আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গোপাল দাস ছাড়াও,এস এফ আই এর কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সম্পাদক মিনাক্ষ ঘোষ,ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য সুজয় সাহা,সিপিআই (এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধুরী,মনোরঞ্জন পাটোয়ারী,তপন কুমার চক্রবর্তী, সন্তোষ ঘোষ, ভানু কিশোর শর্মা,রাধিকা রঞ্জন দেবভূতি,দ্বিগেন রায় ও তমাল বোস।