January 12, 2025

উত্তর দিনাজপুর জেলায় তীব্র রক্তসঙ্কট মেটাতে মানবিক মুখ হয়ে এগিয়ে এলো পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

1 min read

উত্তর দিনাজপুর জেলায় তীব্র রক্তসঙ্কট মেটাতে মানবিক মুখ হয়ে এগিয়ে এলো পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের দক্ষিণ আখানগর প্রাথমিক বিদ্যালয়ে উত্তর দিনাজপুর জেলার তীব্র রক্ত সঙ্কট মেটাতে একটি রক্ত দান শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন।

।রক্তদান শিবিরের আয়োজনকারীরা স্বেচ্ছায় যারা রক্তদান করেছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে গাছ তুলেদেন।রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি তথা ইসলামপুর পৌরসভার পৌর প্রসাশক কানাইয়ালাল আগরওয়াল,কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর তথা উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ, পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান,

শিক্ষক নেতা এজাবুল হক,প্রবোধ দেবশর্মা,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈষ,কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায় সহ অনকে।জানা যায় মোট ৫০জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *