মা ও মেয়ের মৃত্যুতে চাঞ্চল্য ইসলামপুর পৌর এলাকার
1 min readমা ও মেয়ের মৃত্যুতে চাঞ্চল্য ইসলামপুর পৌর এলাকায়
ইসলামপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় মা ও মেয়ের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার আইসি শমিক চ্যাটার্জী , ডিএসপি ধুবো প্রধান ঘটনাস্থলে আসেন ,তদন্ত শুরু হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার এসপি শচীন মক্কার জানান মৃতা আরতী হাজরা ২৫ বছরের এবং মৃতা অনুষ্কা হাজরার বয়স ৪ ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে । জিজ্ঞাসাবাদ করার জন্য মৃতের স্বামীকে আটক করা হয়েছে। মৃতের মা বাবার অভিযোগ তার মেয়ের সঙ্গে তার জামাইয়ের প্রায়ই ঝগড়া হতো বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে। তবে আজকে সকালবেলায় তাদের দোকানে গিয়ে তার জামাই বলে তার মেয়ে মারা গেছে। এই খবর শুনে তারা দৌড়ে চলে আসে রামকৃষ্ণ পল্লীতে, সেখানে এসে দেখে তার নাতনি ও তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ আসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। পুলিশ তদন্ত শুরু করছে।