করোনা আবহে জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের সন্মান জানাতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব হিন্দিতে একটি অভিনব ভিডিও প্রকাশ করলো
1 min readকরোনা আবহে জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের সন্মান জানাতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব হিন্দিতে একটি অভিনব ভিডিও প্রকাশ করলো
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাব করোনা আবহে নিজের জীবন বিপন্ন করে যারা জরুরী পরিষেবার সাথে যুক্ত হয়ে রাতদিন এক করে অসুস্থ মানুষের পাশে থেকে সুস্থ করবার সংকল্প নিয়ে কাজ করছে তাদের প্রতি স্যালুট জানাতে উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব একটি অভিনব হিন্দি ভিডিও প্র
কাশ করে।ভিডিওটি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের দুই প্রয়াত সদস্য দীনদয়াল কল্যাণী এবং সদ্য প্রয়াত সুকান্ত সরকার(সঞ্জু)র নামে উৎস্বর্গ করা হয় বলে জানান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র।সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার,রায়গঞ্জ পৌর সভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস,পুলিশ অধিকারীকগগন এবং প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এই অভিনব উন্নতমানের ভিডিওটি প্রকাশ করা হয়পুলিশ সুপার সুমিত কুমার ভিডিওটি দেখে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুগন শুধু সংবাদ পরিবেশন করেই তাদের দায়িত্ব পালন করে থাকেনা।এই প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুগন মানবিক মুখেরও পরিচয় দিয়ে থাকে অনেক গুরুত্বপূর্ণ পেশার মধ্যে থেকেও।রায়গঞ্জ পৌর সভার ডাইনামিক পৌরপিতা সন্দীপ বিশ্বাস বলেন রাজ্যের অন্য কোন প্রেস ক্লাব এই ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে প্রশাসনকে সহযোগিতা করে কিনা আমার অন্তত পক্ষে জানা নেই।এত সুন্দর একটি অসাধারন সামাজিক কাজের জন্য উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক এবং যারা এই ভিডিওতে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে তিনি রায়গঞ্জ পৌর সভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানান।