January 12, 2025

কালিয়াগজের শুভবুদ্ধিসম্পন নাগরিকদের প্ৰতি বর্তমানের কথার পক্ষ থেকে মানবিক আবেদন

1 min read

কালিয়াগজের শুভবুদ্ধিসম্পন নাগরিকদের প্ৰতি বর্তমানের কথার পক্ষ থেকে মানবিক আবেদন 

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–আমরা সবাই জানি চারদফা লকডাউন শেষের পর বর্তমানে আনলক(১)চলছে।তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি করোনা কোন ভাবেই আয়ত্বের মধ্যে আসার পরিবর্তে আয়ত্বের বাইরে চলে যাচ্ছে।যাকে বলে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি ঘটছে।

আমাদের রাজ্যের সাথে তাল মিলিয়ে আমাদের উত্তর দিনাজপুর জেলাও তার ব্যতিক্রম নয়।ব্যতিক্রম নয় কালিয়াগঞ্জ শহর ও গ্রাম।সম্প্রতি কালিয়াগঞ্জ শহরেও করোনার আতঙ্ক কমবেশি ছিল এবং এখনও আছে।আমাদের বর্তমানের কথার পক্ষ থেকে সবার কাছে করজোড়ে আবেদন সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে করোনাকে প্রতিহত করতে নিজের ও পরিবারের স্বার্থে সর্বোতভাবে মেনে চলার আবেদন রাখছি।আমরা সবাই যদি মনেপ্রাণে করোনার প্রতিরোধে একযোগে প্রত্যেকের দায় দায়িত্ব পালন করি আমাদের বিশ্বাস আমরা করণাকে জয় অবশ্যই করবো।তাই এই কঠিন সময়ে আমরা নিজ নিজ দায়িত্বে অবিচল থেকে সরকারের নির্দেশকে এবং জেলা প্রশাসনের সাথে সাথে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনকে সবরকম সাহায্য করবার জন্য আবেদন রাখছি।আমরা অযথা বাড়ির বাইরে এই মুহূর্তে বের হবনা,মাস্ককে সবসময়ের জন্য মুখে লাগতেই হবে,হাতকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার ধুতে হবে,দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে এবং জনসমাগম থেকে সবসময় দূরে থাকবার চেষ্টা নিজের ও পরিবারের শ্বার্থে করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *