January 12, 2025

কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমী সি আই এস সি ই দিল্লি বোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়ায় খুশির বন্যা–

1 min read

কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমী সি আই এস সি ই দিল্লি বোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়ায় খুশির বন্যা–

তপন চক্রবর্তী-(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ পাড়ায় অবস্থিত নিবেদিতা একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল দিল্লির সি আই এস সি ই বোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়ায় কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমি সহ কালিয়াগঞ্জের সর্বত্র খুশির বন্যা বয়।জানা যায় দীর্ঘদিন থেকে তারা তাদের নিবেদিতা একাডেমিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করবার জন্য চেষ্টা করে যাচ্ছিল।

তাদের দীর্ঘদিনের স্বপ্ন সফল হওয়ায় নিবেদিতা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানান হয় সি আই এস সি ইর দিল্লি বোর্ডকে ।কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমির অধ্যক্ষ জিবেশ কুমার রক্ষিত এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জে নিবেদিতা একাডেমি ইংরাজি মাধ্যম

বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নতমানের হবার ফলে মাধ্যমিকে উন্নীত করবার দাবি ছিল এলাকার শিক্ষানুরাগীদের।আজ তাদের দাবি আমরা পূরণ করতে পারায় গর্ব বোধ করছি।কালিয়াগঞ্জ কলেজপাড়ার অবস্থিত নিবেদিতা একাডেমির সম্পাদিকাসুপ্রিয়া দাস বলেন

 

 

আমরা দীর্ঘ দিন থেকে যে স্বপ্ন দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম সেই স্বপ্ন দেখা আজ আমাদের সবার সফল হয়েছে বলা যায়।সম্পাদিকা সুপ্রিয়া দাস বলেন সততা,আন্তরিকতা এবং মানুষের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবার কাজ কেও যদি দায়িত্বের সাথে পালন করতে পারে তার ফল পাওয়া যায়।আমাদের নিবেদিতা একাডেমী তার উজ্জ্বল দৃষ্টান্ত।সুপ্রিয়া দেবী বলেন আমরাআমাদের নিবেদিতা একাডেমির ক্লাস প্রথম আমার বাসায় শুরু করেছিলাম ২০০৩সালের ২রা মে তে।২০০৩ সালের ৪ঠা মে আমাদের ইংরাজি মিডিয়াম নিবেদিতা একাডেমীর ক্লাস শুরু করি সামান্য কয়েকজন ছাত্র ছাত্রীদের নিয়ে।তার পর ছাত্র ছাত্রীদের সংখ্যা ক্রমাগত দিনের পর দিন বেড়ে যাবার ফলে আমরা ২০০৪ সালে কালিয়াগঞ্জ কলেজের পার্শবর্তী স্থানে বিদ্যালয়ের জন্য ৪২৮৯স্কয়ার মিটার জমি বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণের জন্য জমি ক্রয় করে থাকি।পরবর্তীতে এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ২০০৭ সালের ১৫ ই ফেব্রুয়ারিতে স্কুল স্থ্যানান্তর করে নুতন বিল্ডিঙে নিয়ে যাই। উদ্বোধন করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ মঞ্চমনি ঘটক।উপস্থিত ছিলেন প্রয়াত কালিয়াগঞ্জেরপ পৌরপিতা অরুন কুমার দে সরকার,পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সদস্য প্রাক্তন শিক্ষক কালি রঞ্জন চৌধরী সহ অনেকেই।
নিবেদিতা একাডেমির পরিচালন সমিতির অন্যতম সদস্য প্রসূন দাস বলেন দীর্ঘ কয়েকবছর ধরে আমাদের নিবেদিতা একাডেমী জুনিয়র বিদ্যালয় হিসাবেই পরিচালিত হয়ে আসছিল।পাশাপাশি চেষ্টা করে আসছিলাম কি করে এই এলাকার ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বার্থেএই বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে উন্নীত করা যায়। সম্প্রতি সেই চেষ্টা ও আমাদের স্বপ্ন সফল হয়েছে বলে জানালেন প্রসূন দাস।প্রসূন বাবু বলেন কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন থেকে( সি আই এস সি ই)সংস্থার চিফ এক্সসিকিউটিভ এন্ড সেক্রেটারি গ্যারি আরাথন এক চিঠির মাধ্যমে নিবেদিতা একাডেমীর প্রিন্সিপাল জীবেশ কুমার রক্ষিতকে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কলেজপাড়ার নিবেদিতা একাডেমীকে মাধ্যমিক স্তরে উন্নতি করে হল।
মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন আসার সাথে সাথে নিবেদিতা একাডেমীতে নবম শ্রেণীতে ইতিমধ্যেই ভর্তি হওয়া শুরু হয়ে গেছে বলার প্রসূন দাস জানান।
প্রসূনবাবু বলেন বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *