করোনা মোকাবেলায় ব্যর্থ রায়গঞ্জের সাংসদ বললেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
1 min readকরোনা মোকাবেলায় ব্যর্থ রায়গঞ্জের সাংসদ বললেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
তন্ময় চক্রবর্তী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে তার সংসদীয় এলাকায় করোনা মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ। আজ ইটাহারে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। তিনি বলেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর অনেক দায়িত্ব বর্তায় তার সংসদীয় এলাকায় আপদকালীন সময়ে কিছু কাজ করার ক্ষেত্রে। কিন্তু তিনি এই জরুরি সময় কালে কোন কাজই করেননি।
অমলবাবু বলেন এই সময় কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুর্রর করা উচিত ছিল একদিকে যেমন জেলাশাসক, পুলিশ সুপার ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক সভা তেমনই তার করা উচিত ছিল সর্বদলীয় একটি বৈঠক করে সকলের মধ্যে সমন্বয় রেখে এই মারণ ভাইরাস এর বিরুদ্ধে মোকাবিলা করা। কিন্তু তিনি তা করেননি। তাই তিনি পুরোপুরি ব্যর্থ। বিধায়ক অমল আচার্য বলেন এখানকার সাংসদকে একদিন ও মানুষ দেখতে পাননি সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের পাশে দাঁড়াতে অথচ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতা থেকে বিধায়ক ও রাজ্যের মন্ত্রীরা এই আপদকালীন অবস্থায় মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে গেছে তা এক নজিরবিহীন ঘটনা। সব সময় তারা মানুষের পাশে দাঁড়িয়ে ছিল এবং এখনও আছে মাটি আঁকড়ে থেকে। তিনি বলেন তাদের কাছে একটি পরিসংখ্যান আছে যে যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে তার আগে থেকে বিজেপি ও কংগ্রেসের সাংসদ ও মন্ত্রীরা কোয়ারেন্টাইনে ছিল। এখন যখন দেখছে দেরি হয়ে গিয়েছে মানুষের পাশে দাঁড়াতে কখন তারা তড়িঘড়ি করে চেষ্টা করছেন মানুষকে কিছু রিলিফ দেওয়ার। অমল আচার্য বলেন যেহেতু রায়গঞ্জের যিনি সাংসদ হয়েছেন তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী তাই তার কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। কেন্দ্রীয় সরকার থেকে কিছু বাড়তি সুযোগ সুবিধা নিয়ে এসে তিনি একদিকে যেমন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে করণা টেস্টিংয়ের ব্যবস্থা চালু করতে পারতেন পাশাপাশি তার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় রেখে যৌথ একটি দল বানিয়ে আরো বেশি বেশি করে মানুষের পাশে এই সময় ঝাঁপিয়ে পড়া। কিন্তু তিনি এর একটাও করেননি। যার ফলে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন করনা মোকাবেলায়।