কালিয়াগঞ্জ শহরকে তিলোত্তমায় পরিণত করতে পৌর সভার প্রশাসক কার্তিক পালের নূতন উদ্দ্যোগে
1 min readকালিয়াগঞ্জ শহরকে তিলোত্তমায় পরিণত করতে পৌর সভার প্রশাসক কার্তিক পালের নূতন উদ্দ্যোগে
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(,উত্তর দিনাজপুর)–অনুমানিক তিন মাস ধরে বিশ্ব ত্রাস করোনার থাবায় একদিকে যখন কাজকর্ম হারিয়ে মানুষ গৃহ বন্দি হয়ে জর্জরিত,অন্যদিকে আমফানের আগ্রাসে সাধারণ মানুষ বিপর্যস্ত তখন শহরের উন্নয়নকে দূরে সরিয়ে সর্বাগ্রে মানুষদের সার্বিকভাবে কি ভাবে
এই পরিস্থিতি থেকে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে উদ্ধার করা যায় সেদিকেই নজর ছিল এবং আছে পৌর প্রশাসক কার্তিক পালের।পুরপ্রশাসক কার্তিক পাল বলেন শহরের মানুষদের বাঁচার ব্যবস্থা করলেই শহর বাঁচবে।
মানুষই যদি না বাঁচে তাহলে শহরের উন্নয়ন দিয়ে কি হবে বলে তিনি মনে করেন।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল বলেন করোনা নিয়ে সারা বছর বসে থাকলে শহরের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।তাই কালিয়াগঞ্জ পৌরসভায় পৌরপিতা হিসাবে সামান্য
তিনবছর সময়ের মধ্যে শহরের যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছিল কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক হিসাবে সেই উন্নয়নমূলক কাজগুলি শেষ করার জন্য পুনরায় উন্নয়নের কাজ শুরু করে দেওয়া হয়েছে বলে কার্তিক পাল জানান।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরের মূল রাজ্য সড়কের রাস্তা ডাবল লেন করবার শ্বার্থে
এখনো রাস্তার পাশের বেশ কিছু দোকান সরিয়ে দিয়ে ড্রেনের কাজ শুরু করে দেওয়া হয়েছে।আনুমানিক তিন মাস লকডাউনের কারনে কাজ বন্ধ থাকায় আমাদের কালিয়াগঞ্জ শহরের উন্নয়নমূলক কাজের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছি।পৌরপ্রসাশক কার্তিক পাল বলেন অসুবিধা কোন দিন বলে কয়ে আসেনা।তাই বলেতার জন্য উন্নয়নের কাজ বন্ধ থাকবে এটা বেশিদিন চলতে পারেনা।প্রতিকূল পরিবেশের মধ্যেই আমাদের কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের কাজ এবার দ্রুত গতিতে এগিয়ে চলবে বলে প্রশাসক কার্তিক পাল জানান।তিনি বলেন ইতি মধ্যেই কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অবস্থিত পুরানো পৌর বাস স্ট্যান্ডকে কালিয়াগঞ্জ পৌর সভা একটি অত্যাধুনিক বাস স্ট্যান্ড কালিয়াগঞ্জ পৌর শহরের নাগরিকদের জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।যার সুফল শহরবাসী খুব শীঘ্রই পেতে চলেছে। তিনি বলেন কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের ঐতিহ্যবাহী নাটমন্দিরের সৌন্দর্য্যয়নের কাজ যেটি লকডাউনের জন্য বন্ধ হয়ে ছিল তার কাজও আমরা শুরু করে দিয়েছি।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসক কার্তিক পাল বলেন করোনার লকডাউনের মধ্যেই আমাদের শহরের উন্নয়ন মূলক কাজ করে যেতে হবে।কালিয়াগঞ্জ পৌর প্রশাসক হিসাবে কার্তিক পাল বলেন সরকারের নির্দেশ মত আমাদের সবাইকে লকডাউনের নিয়ম মেনে চলতে হবে।নিজেদের সব ক্ষেত্রেই নিজেদের ভালোর জন্য সাবধানতা অবলম্বন করে চলতে হবে।