October 25, 2024

রাগ করো’না —— গোবিন্দ তালুকদার।

1 min read

রাগ করো’না
—— গোবিন্দ তালুকদার।

সাতসকালেই কাঁচা ঘুম ভাঙালো গিন্নি। বাজারের ব্যাগ দিয়েই আদেশ — বাজারে যাও ।
বিষণ্ণবদনে আদা লবঙ্গ গোলমরিচের পাচন-চা গলাধঃকরণ করেই বাজারমুখো হলাম।


মাস্ক পরতেই ভুল! মাস্ক মাস্ট। নাতি উজান মুচকি হাসলো। শ্রীমতীর টিপ্পনী, বয়স বাড়ছে, বুঝছো তো!
সব্জিবাজার, মাছবাজার হয়ে মুদিখানা। তরিতরকারি, ট্যাংরা মাছ। ডাল,জিরে, লবঙ্গ, সাবান, সরষের তেল, চাপাতা, চিনি নিলাম । আমূলস্প্রে’র কৌটো বেমালুম ভুল।
#
লকডাউনে মুদিখানা, সব্জিবাজার খোলা থাকলেও দ্বিতীয়বার যাবার সাহস পেলাম না।
পুলিশের হাতে লাঠি। বয়স্করাই নাকি টার্গেট! হায় বাপ!
#
বাজারের ব্যাগ দিতেই —- দুধের কৌটো? —ওহো!
— চা বন্ধ। পাবেনা।
—-এ্যাঁ!
#
শিবনেত্রের দৃষ্টিতে বললাম — লিকার চা করে দিও বারেবারে। করোনা’র মোক্ষম দাওয়াই।
প্লিজ, রাগ করো’না …..
—————–

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *