October 25, 2024

করোনা ভাইরাসের সংক্রামনের কারনে কন্টেনমেন্ট জোনের মানুষদের ত্রাতা হয়ে দেখা দিল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম –

1 min read

করোনা ভাইরাসের সংক্রামনের কারনে কন্টেনমেন্ট জোনের মানুষদের ত্রাতা হয়ে দেখা দিল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম –

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–একেই বলে সমাজ সেবা। সমাজসেবা করতে আন্তরিকতার প্রয়োজন।আর এই আন্তরিকতা পরিপূর্ণ ভাবে আছে বলেই উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পালকে দীর্ঘ দুই মাস ধরে লকডাউনের ঘর বন্দি দুস্থদের পাশে

ত্রাণের পর ত্রাণ দিয়ে দুস্থ মানুষদের বাঁচার অক্সিজেন জুগিয়েই চলেছে।যাতে ঘরবন্দি মানুষেরা কোন রকম সমস্যার মধ্যে না পড়ে।

আর সেই কারণেই করনদীঘির পর এবার হেমতাবাদ বিধানসভার অন্তর্ভুক্ত রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের ধরাইল গ্রামে কন্টেনেন্টমেন্ট জোনের

সমস্ত বাসিন্দাদের বাইরে বের হতে না পারার কারণে তাদের কোন রকম অসুবিধায় না পড়তে হয় তার জন্য কোনটাইনমেন্ট জোনের পাশে সব্জি আরতের ব্যবস্থা করে প্রত্যেককে ব্যাগ ভর্তি করে সব্জি দিয়ে প্রত্যেকের আশীর্বাদ তিনি সহজেই পেলেন।উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল সমাজ সেবার প্রতিযোগিতায় প্রথম শ্রেণীতে

প্রথম হলেন এব্যাপারে সবাই একমত।আজকের সব্জির ত্রাণ বিলিতে এমন কোন সব্জি বাদ নেই যা দেওয়া হয়নি।শুধু সব্জিই নয় সব্জির সাথে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে।এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল বলেন মানুষের এত বড় বিপদের সময় যুবকদের ঘরে বসে থাকলে

সে কিসের যুবক।যুবকদের মানুষের আপদে বিপদে সবসময় তাদের পাশে দাঁড়াতে হবে।তা ছাড়া সাধারণ মানুষেরাও যুবকদের কাছেই তাদের সুখ দুঃখের ভাগিদার হয়।তারা জানে দেশের যুব সমাজ ইচ্ছা

করলে অনেক সমস্যার সমাধান করতে পারে।যদি সেই যুবকদের মধ্যে আন্তরিকতা থাকে।তাই এই দুঃসময়ে আমি কোন ভাবে দূরে থাকতে পারিনা।এটা আমার একটা নেশা বলা যেতে পারে।সব্জি ও খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত থেকে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা পূর্ণেন্দু দে(বাবলু বাবু) বলেন আজ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের

নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী সবার হাতে তুলে দেওয়া হল।তিনি বলেন সামনেই ঈদ।আর মাত্র কয়েকটা দিন বাকি।সেই সমস্ত ভাই বন্ধুদেরও সমস্ত কিছু দেওয়া হল যেহেতু তারা এই কন্টেনমেন্ট জোনের বাইরে যাবার কোন উপায় নেই।কারন হেমতাবাদ ব্লকের এই গ্রামেই যেহেতু একটা পজেটিভ কেস পাওয়া গেছে।যদিও তিনি বর্তমানে সুস্থ্য আছেন বলেই আমরা জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *