এলাকায় মদ বিক্রির প্রতিবাদে সোচ্চার মহিলারা
1 min readএলাকায় মদ বিক্রির প্রতিবাদে সোচ্চার মহিলারা
গাজোল, সব্যসাচী মন্ডল:– লকডাউন এর পর থেকেই মিলছিল না মদ। এক কথায় ভাটা পড়েছিল মদের ব্যবসায়। যার ফলে চাহিদা বেড়ে ছিল চোলাই মদের। দোকানে মদ না পেয়ে চোলাই মদ কিনতে এলাকায় ভিড় জমিয়েছিল বহু মানুষ। আর এরই ফায়দা তুলে চোলাই মদ বিক্রি করছিল এলাকার ব্যবসায়ীরা। বর্তমানে দোকানে মদ মিললেও আকাশছোঁয়া দাম রয়েছে মদের। অতিরিক্ত টাকা দিয়ে মদ কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে কম দামে নিজেদের মদের চাহিদা পূরণ করতে কেই বা না চাই? তাই দোকানে মদ বিক্রি হলেও চাহিদা থেকে গেছে চোলাই মদের। যার কারণে এখনো চোলাই মদ কিনতে এলাকায় ভিড় জমাচ্ছেন এলাকার বাইরের মানুষরাও। কেউ কেউ সেই চোলাই মদ পান করেই পড়ে থাকছেন রাস্তায়। সমস্ত লাজ লজ্জা ভুলে গিয়ে মদের নেশায় রাজার মতো সিংহাসন মনে করে পড়ে থাকছেন রাস্তাতেই। যার কারণে অতীষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। চলাচল করতে পারছেন না এলাকার রাস্তা দিয়ে। সন্ধ্যে সাতটার পর বের হতে পারছেন না এলাকার রাস্তায়। যার মধ্যে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মহিলাদের।
নেশার ঘোরে যে বাড়িতে মদ বিক্রি হয় সেই বাড়িতে যেমন হানা দিচ্ছেন ঠিক তেমনি যে বাড়িতে বিক্রি হয় না সেই বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে অতিষ্ঠ করে তুলছেন সেই বাড়ির সদস্যদের। ঘটনা গাজোল ব্লকের গাজোল ১ নম্বর অঞ্চলের কচুয়া এলাকায়। নিত্যদিনের এই ঘটনা কমার থেকে বেড়েই যাচ্ছে বলে দাবি এলাকার মহিলাদের। যারা মদ বিক্রি করছেন তাদেরকে মদ বিক্রি করতে বারণ করলেও মিলছে হুমকি। বিগত দিনে প্রশাসন আবগারি দপ্তর কে জানিয়েও ক্ষণিকের কাজ হলেও সেই কাজ অনবরত চালিয়ে যাচ্ছে মদ ব্যবসায়ীরা। তবে এইবার এর প্রতিরোধে নামছে এলাকার মহিলা সমিতি। একেই এই মহামারির মতো পরিস্থিতি তার উপর বহিরাগতদের আনাগোনা দিনের পর দিন বেড়েই চলেছে যা নিয়ে আতঙ্কিত রয়েছেন তারা। শত চেষ্টা করেও এই বহিরাগতদের আনাগোনা আটকাতে পারছেননা এলাকাবাসীরা। ফলে আশঙ্কা যে আরও বাড়ছে তা বলার বাহুল্য রাখেনা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকার মহিলাদের নিয়ে সভা করলো এলাকার মহিলা ও মহিলা সমিতির সদস্যরা। নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাবেন তার অঙ্গীকারবদ্ধ সকলেই। এলাকার নিত্যদিনের সমস্যা নিয়ে নিজেদের সম্মিলিত দাবি পত্র গণস্বাক্ষর করে অভিযোগ দায়ের করেন গাজোল থানায়। অভিযোগ জানানো হয় গাজোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে। তবে এলাকায় এই মদের ব্যবসা বন্ধ করার দাবিতে মহিলারা সদাসতর্ক থেকে এর প্রতিরোধ গড়ে তুলবে এমনটাই দাবি জানান তারা।