কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে হাসপাতাল সুপারের নিকট ডেপুটেশন-
1 min readকালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে হাসপাতাল সুপারের নিকট ডেপুটেশন-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর সোমবার জাতীয় কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায়ের নিকট করোনা সম্পর্কিত চার দফা দাবি
সম্বলিত একটি ডেপুটেশন দেন।কাকুয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত হাসপাতালের সুপারের কাছে জানতে চান কালিয়াগঞ্জের যে যুবককে নেগেটিভ সার্টিফিকেট দিয়ে অন্যায়ভাবে ১৪ দিন থাকার পরিবর্তে তাকে ৫দিনেই কিকরে ছুটি দেওয়া হল।
করোনার রিপোর্ট মালদা থেকে আসে।মেডিক্যাল কলেজের কোভিদ হাপাতালের কর্তৃপক্ষ নেগেটিভ অথবা পজেটিভ রিপোর্ট দেবার অথিরিটি।অথচ কালিয়াগঞ্জ হাসপাতালের সুপার হয়ে কি ভাবে সার্টিফিকেট ইসু করা হল?এসবের কোন জবাব ডেপুটেশনকারীদের
সুপার দিতে পারেন নি বলে জানা যায়।ব্লক কংগ্রেস সভাপতি বলেন পরিযায়ী শ্রমিকদের কোয়ান্টারিনে রাখার সু ব্যবস্থা করবার সাথে সাথে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে করোনাকে সামনে রেখে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হোক বলে দাবি জানান।