December 28, 2024

উত্তর দিনাজপুরের সাথে সাথে তাল মিলিয়ে দক্ষিণ দিনাজপুরেও করোনার থাবা-

1 min read

উত্তর দিনাজপুরের সাথে সাথে তাল মিলিয়ে দক্ষিণ দিনাজপুরেও করোনার থাবা

তপন চক্রবর্তী–বালুরঘাট–দক্ষিণ দিনাজপুর–অবশেষে উত্তর দিনাজপুর জেলার সাথে তাল মিলিয়েগ্রিন জোনে থাকা দক্ষিণ দিনাজপুরেও এবার থাবা বসাল করোনা ভাইরাস।

জেলার উত্তর দিনাজপুর সীমান্তবর্তি দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডির গ্রামের তিনজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ আধিকারিক ডাঃ সুকুমার দে রবিবার এক প্রশ্নের উত্তরে জানানশনিবার মালদা মেডিকেলের ভিআরডিএল সেল থেকে যে ৬৭৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট দুই দিনাজপুর জেলা মিলে আসে তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের তিন জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর দক্ষিণ

দিনাজপুরের তিনজনের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। যদিও তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি।দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে বলেন তারা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এখন পর্যন্ত সোয়াব পরীক্ষার জন্য ৩২০০ জনের লালা রসের নমুনা মালদা মেডিক্যালের ডি আর ডি এলে পাঠিয়েছিলেন।সেখান থেকে শনিবার পর্যন্ত মোট ৩১৯৭জনের নেগেটিভ রিপোর্ট এবং ৩ জনের পজেটিভ রিপোর্ট আসে বলে জানান। তবে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তিন জনের করোনা পজেটিভ রিপোর্ট আসায় কুশ মন্ডি সহ জেলার সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে জানা যায়।জেলার অনেকেই আতঙ্কের সুরে বলছেন এই মুহূর্তে যে পরিমান পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছে তাতে করে আতঙ্কের প্যারামিটার বৃদ্ধি ছাড়া কমবে না বলে অনেকেই মনে করছেন। তবে আতঙ্কের কারন হিসাবে বলেন পরিযায়ী শ্রমিকরা এতদিন ভিন রাজ্যে থাকায় আমরা মহা আনন্দেই ছিলাম এই মনে করে যে আমাদের করোনা কোন ভাবেই আক্রমন করতে পারবেনা। পরিযায়ী শ্রমিকরা হেঁটে আসার ফলে করোনা ভাইরা স লক্ষ করা যায়নি।এবার ট্রেনে করে,ট্রাকে করে ও বাসে করে একসাথে বেশি পরিমাণে গ্রামে প্রবেশ করার সুযোগ পাওয়ায় প্রত্যেকের একটাই আশঙ্কা এবার বুঝি আর এর শেষ রক্ষা সম্ভব হবেনা।তাই গ্রাম ও শহর সর্বত্রই আতঙ্কের ছায়া।পরিযায়ী শ্রমিকরা বর্তমানে সবার আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে বলে সবাই একমত পোষন করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..