December 28, 2024

আতঙ্কে থাকা কালিয়াগঞ্জ বাসীর রাতের ঘুম কেড়ে নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট।

1 min read

আতঙ্কে থাকা কালিয়াগঞ্জ বাসীর রাতের ঘুম কেড়ে নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ।দাদা আজকে মাংসের দড় কত। সকাল তখন ৮.৪৫ মিঃ, শনিবার ১৬ মে। প্রতিদিনের মতো আজকেও দুইটি খাসি কাটা হয়েছিল। দুইটি খাসির মাংস মোট ১৮ কেজি হবে। নাই নাই করে ২৪-২৫ জন কালিয়াগঞ্জ শহরের এবং গ্রামাঞ্চলের খদ্দেররা মাংস কিনতে এসেছিলেন কালিয়াগঞ্জ শহরের তারা বাজারের খাসির মাংস বিক্রেতা জয়নালের কাছে। জয়নালের বাড়ি কালিয়াগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডে থানা পাড়ায়।

জয়নাল কালিয়াগঞ্জ এলাকায় জনপ্রিয় একজন মাংস বিক্রেতা হিসেবে তবে আরো জনপ্রিয় হয়ে উঠলো তার পরিবার পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে। ১৬ মে জয়নাল কালিয়াগঞ্জ তারা বাজারে ২৪-২৫ জন বা তারো বেশি মানুষদের মাংস বিক্রি করেছেন আর তার সাথে সাপ্লাই করে দিয়েছেন সকলের অজান্তেই নোবেল করোনা ভাইরাস কে।

শুধু খদ্দের নয় , যেখানে যেখানে যাদের সংস্পর্শে এসেছেন তাদের কেও হয়তো নিঃশব্দে ছোবলে দংশন করে দিয়েছেন। কেমন করে এই প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা সকলের রবিবারের সকাল হতেই এক রাশ আতঙ্ক নিয়ে। এই ছোবল দংশনের পিছনে হাত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যা বিস্তারিত ভাবে আজকের প্রতিবেদনে।

কালিয়াগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের অন্তর্গত থানা পাড়ায় অর্থাৎ কালিয়াগঞ্জ থানা লাগোয়া পাড়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। এই পাড়ায় বাস করেন খাসি ব্যবসায়ী তথা খাসির মাংস বিক্রেতা জয়নাল ও তার পরিবার। জয়নালের ছেলে বছর ২৪ এর ইব্রাহিম অরফে দুলাল। এই ইব্রাহিম লকডাউন পরিস্থিতি চলাকালীন বাহির থেকে আসে

গত ১০ মে কালিয়াগঞ্জ পৌর শহরে তার নিজস্ব বাড়িতে। সাথে সাথে ইব্রাহিম কে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের অধীন প্রতীচি ডি,এল, এড এবং বিএড কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে ৬ দিন থাকার পর ১৫ মে ইব্রাহিম কে কোভিড টেস্ট ( OPS/ NPS Sample test) টেস্ট নেগেটিভ মার্ক সার্টিফিকেট প্রদান করে ইব্রাহিম কে ঐ কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়। আনন্দে কোভিড টেস্টিং

নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইব্রাহিম বাড়ি আসে এবং এলাকার জনগনের কাছে জানা যায় রে সন্ধ্যার সময় ঐ এলাকায় ইব্রাহিম ঘোড়াঘুড়ি করেছে। আর ঠিক পরেরদিন ইব্রাহিমের বাবা জয়নাল রোজকার মতো কালিয়াগঞ্জ পৌর এলাকার তারা বাজারে পৌঁছে যায় খাসির মাংস বিক্রি করতে। সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর গত ১৬ মে রাত্রে হঠাৎ করে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন এসে হাজির হয় থানা পাড়ায় জয়নাল তথা ইব্রাহিমের বাড়ির সামনে এবং সেই সাথে মেডিক্যাল টীম।

হঠাৎ করে এলাকায় পুলিশ প্রশাসন এবং মেডিক্যাল টীমের লোকদের দেখে ঐ অঞ্চলের মানুষের কৌতূহল সৃষ্টি হয় এবং প্রচুর জনসমাগম হতে থাকে। পরে জানাজানি হতেই ঐসময়ে জানা যায় ইব্রাহিমের নাকি কোভিড টেস্ট পজিটিভ ধরা পরেছে। এমতাবস্থায় উক্ত অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে করতে সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যেই ছড়িয়ে পরে কালিয়াগঞ্জে কোভিড পজিটিভ ধরা পরেছে সেই বার্তা। এমনিতেই মানুষ আতঙ্কিত ছিলো , তারপরে এই সোশ্যাল মিডিয়ায় পোস্টিং সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পরতে শুরু করে বিভিন্ন এলাকায়। গত রাত্রেই পুলিশ প্রশাসনের সহযোগিতায় মেডিক্যাল টীম ইব্রাহিম সহ বাড়ির সকলকে রায়গঞ্জ কর্ণজোড়ায় মিকি মেঘা কোভিড নার্সিং হোমে। বর্তমানে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন উক্ত এলাকাটিকে পুরোপুরি সিল করে দিয়েছেন আজ সকাল থেকেই। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জনগনের মধ্যে একরাশ হতাশায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইব্রাহিম কে মাত্র ৬ দিন কেন উক্ত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হলো, ১৪ দিন কেন রাখা হলো না। যেখানে সরকারিভাবে নির্দেশ ১৪ দিনের কোয়ারেন্টাইন সেন্টারে রাখতে হবে সেখানে কার নির্দেশে ইব্রাহিম কে ৬ দিন রেখে ছেড়ে দেওয়া। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সূপার তথা মেডিক্যাল অফিসার চিকিৎসক প্রকাশ রায় নিজের সহি করা কোভিড টেস্ট নেগেটিভ উল্লেখ করে সার্টিফিকেট প্রদান করলেন তা কোন পরীক্ষা বলে। জনগনের প্রশ্ন উঠে এসেছে ইব্রাহিমের লালা রস নিয়ে যদি পরীক্ষার জন্য পাঠানোই হয়ে থাকে তাহলে সেই রিপোর্ট না আসা অব্দি উক্ত কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হলো কোন যুক্তিতে এবং কার নির্দেশে যা কিনা এই মুহূর্তে সরকারি নির্দেশ কে অমান্য করেই‌। ইব্রাহিমের কোভিড পজিটিভ টেস্টের ফলাফল প্রশাসনিক স্তরে আসার পরেই পুলিশ প্রশাসন যেভাবে নড়েচড়ে বসলো এবং ইব্রাহিম সহ বাড়ির লোকজন কে মেডিক্যাল টীমের সহযোগিতায় কোভিড চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হলো এই গোটা ঘটনা টি কি আদৌ প্রয়োজন হয়ে পরেছিল। যা হওয়ার হয়েই গেছে বিগত ২৪ ঘন্টায়। বাড়িতে ফিরে আসা পজিটিভ টেস্টিং ইব্রাহিম ততক্ষণে বাড়ির সকলকেই ছোবল দিয়ে ফেলেছে এবং সেই ছোবলে দংশিত ইব্রাহিমের বাবা জয়নাল পরেরদিন অর্থাৎ গতকাল শনিবার সকালেই সংক্রমন নিয়ে পৌঁছে গিয়েছিল কালিয়াগঞ্জ পৌর শহরে তারা বাজারে খাসির মাংস বিক্রি করতে। কিংকর্তব্যবিমূঢ় কালিয়াগঞ্জের মানুষ প্রশ্ন তুলেছেন প্রশাসনিক চরম গাফিলতির কথা যেখানে মানুষের জীবন বাঁচানোর জন্য সকলেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই ঘটনা প্রসঙ্গে আজকের প্রতিবেদনের প্রতিবেদক কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সূপার তথা মেডিক্যাল অফিসার চিকিৎসক প্রকাশ রায় কে ওভার টেলিফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন কোভিড সংক্রান্ত কোনো বিষয়ে বক্তব্য রাখবেন না। জেলা প্রশাসনের কড়া বার্তা আছে তাই তিনি মুখ খুলবেন না এই বিষয়ে। যিনি একজন চিকিৎসক হয়ে দায়িত্বে থাকা কোভিড টেস্টের সার্টিফিকেটে নিজে সহি করে ইব্রাহিম কে উক্ত সেন্টার থেকে ছাড়পত্র দিলেন, সেই দায়িত্ব প্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক হয়ে মুখে কুলুপ এঁটে এড়িয়ে গেলেন তা নিয়েও এক ঘন ধোঁয়াশার সৃষ্টি হতে চলেছে। এমনিতেই পশ্চিমবঙ্গে কোভিড টেস্ট নিয়ে জনসাধারণের মনে দীর্ঘ ৪৫ দিন ধরেই এক ধোঁয়াশার জন্ম নিয়েছিল সেখানে কালিয়াগঞ্জ শহরে ইব্রাহিমের টেস্ট রিপোর্ট চোখে আঙুল তুলে দিয়েছে। এদিকে চিকিৎসক তথা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সূপার প্রকাশ রায় যেখানে ওভার টেলিফোন মারফত প্রতিবেদক কে জানালেন উঃ দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশ আছে কোভিড নিয়ে কোনো কথা বলা যাবে না তাই তিনি মুখে কুলুপ এঁটেছেন, সেখানে একটি পরিষ্কার বার্তা বহন করছে কোনো কিছু কে গোপন করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সত্যি টা প্রকাশিত হোক , গাফিলতি কোথায় প্রকাশিত হোক, মানুষের জীবন নিয়ে এই মুহূর্তে খেলা বন্ধ হোক, সঠিক তথ্য প্রকাশিত হোক মেডিক্যাল বুলেটিন আকারে এই সকল আলোচনাই চলছে শহর জুড়ে। তার সাথে সকলেই কামনা করছে ইব্রাহিম সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক।

 

6 thoughts on “আতঙ্কে থাকা কালিয়াগঞ্জ বাসীর রাতের ঘুম কেড়ে নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট।

  1. In the rare event you have a painful or prolonged erection lasting 4 or more hours, stop using this drug and get medical help right away, or permanent problems could occur cialis online purchase L attivazione fisiologica avviene grazie alla stimolazione della circolazione sanguigna dopo la somministrazione di una dose consigliata del farmaco

  2. The frequency of nausea is decreased after a high-fat meal 24 7 29 of fasted subjects and 14 4 29 of fed subjects, respectively cialis online prescription The problem seems to be that, even after calling or emailing REX MD to cancel their subscriptions, many users will continue to get charged for the medication and receive it each month

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..