সিপিআইএমের উদ্দ্যোগে করনদিঘীতে কমিউনিটি কিচেন
1 min readসিপিআইএমের উদ্দ্যোগে করনদিঘীতে কমিউনিটি কিচেন
প্রদীপ সিনহা উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকে লক ডাউনে ঘরবন্দি গরীব দুঃস্থ মানুষের জন্য করণদিঘী সিপিআইএম পাটি উদোগ্য কমিনিউটি কিচেন বিগত কয়েকদিন ধরে খোলা হয়েছে। , সিপিআইএমের নেতা রাজু ঘোষ বলেন, করণদিঘী এলাকার বহু গরীব মানুষ আছেন,
যারা খাওয়া পাচ্ছেন না, তাদের জন্য সিপিআইএমের পাটি কমীরা এই ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন , আজ একজন করণদিঘী ব্যবসায়ী নন্দ দাসের ছেলে, শুভ দাসের জন্মদিন, তিনি আজ করণদিঘী সিপিআইএম পাটি অফিসে সামনে কমিনিউটি কিচেন সে রান্না করে, নিজের উদোগ্য ছেলের জন্মদিন উপলক্ষে আজ মাংস ভাত রান্না করে,
গরীব দুঃস্থ মানুষের মধ্যে খাওয়ালেন ,এবং ছোট্ট বাচ্ছাদের জন্য বিস্কুট দুধ দিলেন, প্রায় দুইশো জনের খাবার ব্যবস্থা করেন।,
এছাড়াও সিপিআইএম কমী রাজু ঘোষ বলেন, তাদের এই রান্না করে খাওয়ানোর পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন করনদীঘির বিশিষ্ট জনেদের মধ্যে অনেকেই। আগামী দিনে ও তারা এভাবেই গরীব দুঃস্থ মানুষের পাশে থাকবো ।