হেমতাবাদ বি ডি ও অফিস থেকে গোখরো সাপ উদ্ধার-
1 min readহেমতাবাদ বি ডি ও অফিস থেকে গোখরো সাপ উদ্ধার-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–শুক্রবার হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তর এর গোডাউন ঘরে একটি গোখরো সাপ দেখা যায়। অফিস থেকে উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া কে ফোন করে বিষয়টি জানায়।
লকডাউন এর মধ্যেও খুবই কষ্ট করে পশুপ্রেমী সংগঠনের সদস্য সৌরভ সরকার গিয়ে প্রায় পাঁচ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে ।সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই লক ডাউনের মধ্যেও
উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস যতটা পারছে বন্যপ্রাণী উদ্ধার এর কাজ করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে বনদপ্তর এর কাছে পি পি ই চাওয়া হয়েছে যাতে করোনা সংক্রমণ থেকে সদস্যরা মুক্ত থাকতে পারে।