December 28, 2024

মালগাঁও গ্রাম পঞ্চায়েতে পুরানো পুকুরকে দ্বিতীয়বার খনন দেখিয়ে পুরো টাকা আত্মসাথের অভিযোগ আনলো প্রধানের বিরুদ্ধেতৃণমূল দলের পক্ষ থেকে

1 min read

মালগাঁও গ্রাম পঞ্চায়েতে পুরানো পুকুরকে দ্বিতীয়বার খনন দেখিয়ে পুরো টাকা আত্মসাথের অভিযোগ আনলো প্রধানের বিরুদ্ধেতৃণমূল দলের পক্ষ থেকে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি ও কংগ্রেস পরিচালিত মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে একই পুকুরকে দ্বিতীয়বার খনন ও ভুয়া জবকার্ড হোল্ডারদের দেখিয়ে কয়েক লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ

দেখিয়ে ব্লক তৃণমূল দলের পক্ষ থেকে বিডিও অফিসে জোরালো ডেপুটেশন দেওয়া হল বুধবার। তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য বলেন গত ৭/১/২০তারিখে মালগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান কলাবতী বর্মন একটি পুকুর খননের ওয়ার্ক অর্ডার ইসু করেন।যে পুকুর খননের জন্য খরচ ধরা হয়েছিল ১,৪৬,৫৮১টাকা।কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভা পতি নিতাই বশ্য অত্যন্ত দায়িত্বের সাথে বলেন পুকুর খনন কার্যের জন্য যে বোর্ডটি লাগানো হয়েছে সেই পুকুর অনেক আগেই খনন করা হয়েছে।

নিতাই বাবু মালগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গৌতম বর্মনের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা আরো মারাত্মক। নিতাইবাবু বলেন উপপ্রধান যে জব কার্ড ধারীদের দিয়ে ভুয়া পুকুর খননের কাজ দেখিয়েছেন সেই জব কার্ড হোল্ডার ব্যক্তিগন পুকুর খননের কোন ঘটনায় জানেন না।জব কার্ড হোল্ডারদের পাস বইয়ে যখন ভুয়ো মাটি কাটার টাকা ঢোকে উপ প্রধান তাদের একাউন্ট থেকে জোর করে টাকা তুলতে বাধ্য করেসমস্ত অর্থ নিজেই তাদের কাছ থেকে নিয়ে নেয় বলে মারাত্বক অভিযোগ করেন।বুধবার তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো–মেন্টর অসীম ঘোষ এবং তৃণমূল নেতা হিরন্ময় সরকার,(বাপ্পা)কালিয়াগঞ্জ ব্লকের বিডিওকে একটি স্মারক লিপি দিয়ে অবিলম্বে প্রধান এবং উপ-প্রধানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন দাবি জানান।নিতাই বাবু উপ-প্রধান গৌতম বর্মনের বিরুদ্ধে আরো অভিযোগ আনেন কিভাবে একজন উপ প্রধান হয়ে তিনি তার নিজের নামে ওয়ার্ক অর্ডার পান?নিতাই বাবু বলেন যে সমস্ত ভুয়া জব হোল্ডারদের নামে কাজ করানো দেখানো হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন লিখিত অভিযোগ করেছেন তারা কোন কাজই করেনি।নিতাই বৈশা বলেন সমস্ত ঘটনার তদন্ত করে অবিলম্বে প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আর্জি জানান তিনি।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে জানা যায়।এদিকে এই প্রতিবেদক মালগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গৌতম বর্মনকে তার বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে সে ব্যাপারে জানতে চাইলে উপ-প্রধান গৌতম বর্মন বলল আমার উপর ভীষন ভাবে একটা চাপ তৃণমূলের পক্ষ থেকে অনেক দিন ধরেই আছে।আমি তৃণমূলে না গেলে যেমন করেই হোক তাকে নাকি যে কোন ভাবেই ফাঁসানো হবে।এটা আজ নয় অনেক দিন থেকেই আমার উপর ওদের দৃষ্টি আছে।আমাকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।তদন্ত করলেই সব আসল তথ্য প্রকাশ পাবে বলে উপ-প্রধান গৌতম বর্মন টেলিফোনে এক সাক্ষাৎকারে বলেন।

 

42 thoughts on “মালগাঁও গ্রাম পঞ্চায়েতে পুরানো পুকুরকে দ্বিতীয়বার খনন দেখিয়ে পুরো টাকা আত্মসাথের অভিযোগ আনলো প্রধানের বিরুদ্ধেতৃণমূল দলের পক্ষ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..