কালিয়াগঞ্জ পৌরসভার 10 নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল সাহার কাতর আবেদন তার প্রাণ বাঁচাতে সহৃদয় ব্যক্তরা এগিয়ে আসুন
1 min readকালিয়াগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল সাহার কাতর আবেদন তার প্রাণ বাঁচাতে সহৃদয় ব্যক্তরা এগিয়ে আসুন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর)–কিডনিজনিত অসুস্থতার কারনে কালিয়াগঞ্জ পৌরশহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল সাহা প্রচন্ড অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন।নির্মল সাহার কাতর আবেদন তাকে সুস্থ করে তুলতে এই মুহূর্তে অর্থের প্রয়োজন।
কালিয়াগঞ্জ শহরের সহৃদয় ব্যক্তিদের কাছে তার আবেদন আপনাদের আর্থিক সহায়তায় তাকে সুস্থ করে তুলতে এগিয়ে আসুন।জানা যায় এই মুহূর্তে তার চিকিৎসা করবার মত কোন আর্থিক সামর্থ নেই।দীর্ঘ দিন ধরে নির্মলবাবু কিডনিজনিত অসুখে ভুগছেন।তার স্ত্রীর টিউশনির অর্থে না চিকিৎসা করতে পারছে না সংসার চালাতে পারছেন।এই মুহুর্তে টিউশনি না থাকায় আরো চরম বিপদের সম্মুখীন।তাই সবার সহযোগিতা তিনি সুস্থ হয়ে উঠতে চান।বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ।নির্মল সাহার পরিবার সূত্রে জানা যায় তিনি তার স্বামীর চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পালকে সমস্ত ঘটনা জানানো হল।নির্মল সাহা ও তার স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কত দ্রুত বিভিন্ন সহৃদয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার স্বামীকে সুস্থ করবেন এই অপেক্ষায় দিন গুনছে।
নির্মল সাহা নামে লোকটির সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকলে জানাবেন ।