ইসলামপুরের অগ্নিনির্বাপক দফতরের উদ্যোগে বেশ কিছু জায়গায় সেনেটাইজ করা হল আজ।
1 min readইসলামপুরের অগ্নিনির্বাপক দফতরের উদ্যোগে বেশ কিছু জায়গায় সেনেটাইজ করা হল আজ।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর অগ্নিনির্বাপণ দপ্তর এর উদ্যোগে আজ ইসলামপুর কোর্ট চত্বরে বিল্ডিং গুলোকে আজ সেনেটাইজ করা হলো।
ফায়ার বিগেট এর আধিকারিক অরবিন্দ সরকার জানান সরকারি নির্দেশ ইসলামপুর শহরের বেশ কিছু জায়গায় স্যানিটাইজার করা হয়।