শিমুলতলার আমরা কজন বন্ধুদের উদ্দ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ-
1 min readশিমুলতলার আমরা কজন বন্ধুদের উদ্দ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–সারা বিশ্ব যখন করোনার মারন ভাইরাস রোগে লক্ষ লক্ষ মানুশের জীবন নিচ্ছে, যখন ভারতবর্ষের বিভিন্ন অঙ্গ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লকডাউনের জেরে কর্মহীন হয়ে এলাকার দুঃস্থ মানুষজন ঘরবন্দি একমাসের বেশিদিন ধরে।
যখন দুস্থ দিন আনা দিন খাওয়া মানুষজন সংসার কি ভাবে চলবে সেই আতঙ্কে দিন কাটাচ্ছে।তখন কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনির শিমুল তলার “আমরা কজন বন্ধুদের” উদ্দ্যোগে এগিয়ে এলো দুস্থদের দুঃখের
ভাবনায় ভাবিত হয়ে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকার দুস্থদের পাশে ত্রাতা হিসাবে পাড়ার তরতাজা একদল যুবক।আমরা কয়েকজন বন্ধুদের একজন প্রিয়ব্রত ভৌমিক জানালেন আমাদের এলাকার দুস্থদের এই দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো
আমাদের কর্তব্য ও দায়িত্বের মধ্যেই পরে।তাই আমরা বন্ধুবান্ধবরা মিলে আমাদের সাধ্যমত কিছু ত্রাণ সামগ্রী দুস্থদের দিতে পেরে আমরা খুশি।অপর সদস্য প্রিয়তোষ ভৌমিক বলেন আমরা যে ক্ষুদ্র ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে দিলাম তার মধ্যে ছিল মুড়ি,ডিম, তেল,সাবান,ডাল, লবন,বিস্কুট,সার্ফ,আলু,পেয়াপেঁয়াজ ও সোয়াবিন।সম্রাট পাল,জিৎ ভৌমিক,ঋত্বিক ভৌমিক, আদিত্য আগরওয়াল এবং চয়ন সরকার বলেন আমরা কয়েকজন বন্ধুরা মিলে দুস্থদের পাশে এই দুঃসময়ে থেকে কিছু করতে পারছি মনকে এটাই সান্তনা দিতে সবাই খুশি।