December 26, 2024

বিক্রি হচ্ছে চাঁদের পাথর,

1 min read

বিক্রি হচ্ছে চাঁদের পাথর

 

চাঁদের পাথর! হ্যাঁ, তেমনটাই। সাহারা মরুভূমির ধূ ধূ প্রান্তরে খসে পড়েছিল এক টুকরো চাঁদের পাথর। সেটাই এবার বিক্রি করতে চলেছে ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিজ। পৃথিবীতে বিভিন্ন সময় নানাভাবে এসেছে ‘মুন রক’ বা চাঁদের পাথর। কখনও চন্দ্রাভিযানে গিয়ে চাঁদের মাটি থেকে নুড়ি-পাথর কুড়িয়ে এনেছেন মহাকাশচারীরা।

আবার কখনও তীব্র গতিতে ধেয়ে আসা উল্কা বা গ্রহাণুর সঙ্গে ধাক্কায় চাঁদের পাথর খসে পড়েছে পৃথিবীর মাটিতে। নিলামে ওঠা পাথরটিও এভাবেই সাহারা মরুভূমির বুকে খসে পড়েছিল। পোষাকি নাম ‘এনডব্লিউএ ১২৬৯১’। পৃথিবীতে এখনও পর্যন্ত যত ‘মুন রক’ এসেছে, এটি তার মধ্যে পঞ্চম বৃহত্তম। ক্রিস্টিজের সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমস হাইস্লপ বলেন, পাথরটি চাঁদেরই। যাচাই করে নেওয়া হয়েছে। আকারে একটি ফুটবলের থেকেও বড়। দাম রাখা হয়েছে ২০ লক্ষ পাউন্ড। গত শতাব্দীর ছয় ও সাতের দশকের মধ্যে আমেরিকার অ্যাপোলো চন্দ্রাভিযানের বিভিন্ন পর্যায়ে প্রায় ৪০০ কিলো চাঁদের পাথর ও নুড়ি নিয়ে ফিরেছিলেন নভশ্চররা। এইসব পাথরের রাসায়নিক ও আইসোটোপ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। এই পাথরটিও সেভাবেই যাচাই করা হয়েছে বলে দাবি ক্রিস্টিজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *