উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা তথ্য চিত্রের মাধ্যমে অভিনব বার্তা দিল সমাজকে
1 min readউত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা তথ্য চিত্রের মাধ্যমে অভিনব বার্তা দিল সমাজকে
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–বুধবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের মিলিত উদ্দ্যোগে সাধারণ মানুষদের সচেতন করতে মাঠে নেমে পড়ল নিজেদের দায়িত্ব বোধ ও বিবেকের তাড়নায়।সাংবাদিকরা সঙ্গীতের সাথে বিভিন্ন দৃশ্যের সাহায্যে মানুষদের সচেতন করার উদ্যোগ নিল।
উত্তর দিনাজপুর জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র জানান করোনা ভাইরাসের মত মারন রোগে রাজ্য দেশ তথা বিশ্ব যখন আক্রান্ত।সেই সময় সাংবাদিকদের মূল দায়িত্ব সংবাদ সংগ্রহ করা যেমন গুরুত্ব পূর্ণ কাজ।
ঠিক তেমনি সমাজের একজন দায়িত্বপূর্ন নাগরিক হয়ে তাদেরও সমাজকে সচেতন করার দায়িত্ব নিতে হবে।
সেই কারণেই উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সমস্ত সংবাদিকদের মিলিত প্রচেষ্টায় তারা এই বিপদের সময় মানুষের পাশে
যেমন সবসময় আছে তেমনি সচেতনতার বার্তা দিতেও একটি তথ্যচিত্রের মাধ্যমেতা করতে পেরেছে।
সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন এই ধরনের নুতন আঙ্গিকে মানুষকে সচেতন করার প্রয়াস সম্ভবত এই রাজ্যে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব প্রথম করে দেখতে পেরেছে বলে তিনি জানান।
প্রেস ক্লাবের সাংবাদিকদের এই সচেতনতার তথ্য চিত্র দেখে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেছেন এই তথ্য চিত্রের বার্তা অসাধারন। তিনি মুগ্ধ।
রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।