রায়গঞ্জ পৌরসভার পৌরকর্মচারী ও পৌরনাগরিক বৃন্দের থার্মাল স্ক্রিনিং এর ব্যাবস্থা করল রায়গঞ্জ পৌরসভা ।
1 min readরায়গঞ্জ পৌরসভার পৌরকর্মচারী ও পৌরনাগরিক বৃন্দের থার্মাল স্ক্রিনিং এর ব্যাবস্থা করল রায়গঞ্জ পৌরসভা ।
কৃতিমান বিশ্বাস, রায়গঞ্জ যখন করোনা নামক ঝড়ে গোটা দেশ তথা রাজ্যবাসী জর্জরিত, যখন ঘন কালো মেঘের মতো এক আতঙ্ক মানুষের মধ্যে জন্ম নিয়েছে
ঠিক সেই সময় সমগ্র দেশ তথা রাজ্যবাসীকে এই করোনা নামক ঝড়ের হাত থেকে রক্ষা করতে সমগ্র দেশ তথা রাজ্যজুড়ে চালু হয় লকডাউন। এই লকডাউন
এ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শহরবাসী যেন সুস্থ ভাবে থাকতে পারে ও সাধারন মানুষের জীবনযাত্রা যেন স্তব্ধ না হয়ে পারে সেইজন্য এই চরম দুর্যোগের দিনে নানা সচেতনমূলক ও গঠনমূলক কর্মসূচি পালন করে চলেছে রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ শহরকে এই কঠিন বিপদের দিনে জীবাণুমুক্ত ও পরিষ্কার
রাখতে শহরের বিভিন্ন রাস্তাগুলি কে বাজারগুলিকে ও রায়গঞ্জ পৌরসভা অন্তর্গত বিভিন্ন এলাকাগুলিকে স্যানিটাইজ করে চলেছে রায়গঞ্জ পৌরসভা।
গত 21 এপ্রিল রায়গঞ্জ পৌরসভা পরিবার আরও এক নতুন পরিষেবা চালু করে রায়গঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী ও পৌর নাগরিক বৃন্দের জন্য Thermal screening এর ব্যবস্থা করে রায়গঞ্জ পৌরসভা।
আগামী দিনে রায়গঞ্জের সাধারণ মানুষকে এই করোনা নামক ঝড়ের হাত থেকে বাঁচাতে ও তাদের সুরক্ষিত রাখতে একনাগাড়ে পরিশ্রম করে চলেছে রায়গঞ্জ পৌরসভার সকল সদস্যরা।