সরকারি উদ্যোগে পথ পশুদের খাওয়ানোর ব্যবস্থা তথা ত্রাণের আবেদন জানাল উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-
1 min readসরকারি উদ্যোগে পথ পশুদের খাওয়ানোর ব্যবস্থা তথা ত্রাণের আবেদন জানাল উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–করোনা মহামারীর প্রকোপে শুধু মানুষইনয় ,পশুপাখিরাও প্রচন্ড বিপদে পড়েছে ।হোটেল, রেস্তোরা এবং খাবার দোকান গুলো বন্ধ থাকায় সেই গুলোর উপর নির্ভরশীল রাস্তার কুকুর ও গরুরা খাবার পাচ্ছে না। এই সমস্ত রাস্তার গরু, কুকুরদের জন্য খাওয়ার ব্যবস্থা তথা ত্রাণের ব্যবস্থা করার আবেদন জানিয়ে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসএর পক্ষ থেকে জেলা সমাহর্তার কাছে চিঠি দেওয়া হল ।যদিও অনেক পশুপ্রেমী সংগঠন, ক্লাব ও মানুষজন রাস্তার অবলা
জীবদের খাবার দিচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। অনেক এলাকা আছে যেখানে রাস্তার পশুরা খাবার পাচ্ছে না ।এই পশুগুলো না খেতে পেয়ে মারা গেলে সমস্যা আরও বেড়ে যাবে। তাই সরকারি উদ্যোগে যাতে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় সেই আবেদন জানানো হলো ।পশুপ্রেমী সংগঠনগুলোকে এই সমস্ত দায়িত্ব প্রদান করার প্রস্তাবও দেওয়া হলো আজ। জেলা শাসকের দপ্তরে আবেদনটি জমা দিয়ে আসে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া এবং সংস্থার সদস্য রাজন শর্মা। জেলা শাসকের সঙ্গে দেখা করা সম্ভব না হলেও জেলাশাসকের দপ্তরে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় বলে সম্পাদক গৌতম তাঁতিয়া জানান।