করোনা ভাইরাসে ওয়ার্ডের দরিদ্র মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন ওয়ার্ড কমিশনার মঞ্জুরী দত্ত দাম
1 min readকরোনা ভাইরাসে ওয়ার্ডের দরিদ্র মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন ওয়ার্ড কমিশনার মঞ্জুরী দত্ত দাম
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ আতঙ্কের সাথে সাথে লকডাউনের জেরে রুজিরোজগার বন্ধ,তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ১৩নম্বর ওয়ার্ডের কমিশনার মঞ্জুরী দত্ত দাম রবিবার ভোর থেকেই তিনি ওয়ার্ডের দুস্থ মানুষদের বাড়ি বাড়ি
গিয়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন।এক সাক্ষাৎকারে মঞ্জুরী দেবী বলেন আজ রবিবার মোট ৮৫ জন দুস্থ্যদের হাতে তিনি ত্রাণ তুলে দিলেন।
তিনি বলেন আমরা চেষ্টা করবো আরো কিছু দুস্থ্যদের হাতে ত্রাণ তুলে দেবার।১৩নম্বর ওয়ার্ডের দুস্থ্য মানুষেরা ত্রাণ পেয়ে খুশি হয়েছে বলে জানা যায়।