October 24, 2024

পোস্টকার্ডে ১লা বৈশাখ, দিলেন ড: তাপস পাল

1 min read

পোস্টকার্ডে ১লা বৈশাখ, দিলেন ড: তাপস পাল

১৪২৭ বাংলা বর্ষে র ১লা বৈশাখের দিনে  রাজ্যের ১৪২৭ জন ডাক্তার ও নার্সদের ‘ভগবান’ সম্মোধনে শুভেচ্ছা চিঠি ভারতীয় পোস্টকার্ডের মাধ্যমে পাঠালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল | ভারতীয় ডাকঘরের ইতিহাসে পোস্টকার্ড ধারণাটি প্রায় লুপ্ত | তাই তিনি ডিজিটাল চিঠি লেখার কৌশলের সাথে গতানুগতিক ‘চিঠি আই হ্যায়..॰ চিঠি আই হ্যায়’ ডাকটিকে জীবিত রাখতে ও এই করোনা COVID-১৯ এ ডাক্তার ও নার্সরা নিজেদের জীবনউৎসর্গ করে যেভাবে মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে সেই সম্মানার্থে ডাক্তার ও নার্সদের প্রকৃত ‘ভগবানে’র তকমা দিয়ে তাপসবাবু ১৪২৭ বঙ্গাব্দের

শুভ ১লা বৈশাখে পশ্চিমবঙ্গের ১৪২৭জন ডাক্তার ও নার্সদের ১৪২৭টি পোস্টকার্ডে “লহ প্রণাম” জানিয়ে শুভেচ্ছা বার্তা ভারতীয় ডাকবাক্সে ফেললেন |

 

একটি খালি চোখে অদৃশ্য ভাইরাসের কাছে পৃথিবীর সকল সম্প্রদায়, সকল শক্তিশালী দেশ, সকল জাতি, সকল রকমের ঐশ্বরিক শক্তি, তন্ত্র বিদ্যা, বশীকরণ বিদ্যা, জ্যোতির্বিদ্যা, ঝাড়ফুঁক বিদ্যা, আংটি বিদ্যা, কবিরাজি বিদ্যা, বাবাজী বিদ্যা, শত্রু-শক্তি, মিত্র-শক্তি সব কিছুই পরাস্ত হয়েছে | কিন্তু একমাত্র স্টেথেস্কোপ এখনও বশ্যতা স্বীকার করে নি |

 

পৃথিবীর আসল ভগবান কে বা কারা? উত্তর হলো- সেই সমস্ত ডাক্তার ও নার্সরা যারা মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছিলো করোনার (covid-১৯) কালো ছোবল থেকে | তাপস বাবু লিখেছেন ‘এই সভ্যতার একজন শিক্ষক হয়ে ‘ভগবান’ শব্দটা আপনাদের জন্যই রাখলাম | সভ্যতা আপনাদেরই হাতে | কুর্নিশ সহ ‘লহ প্রণাম’ এই ১ লা বৈশাখে  |’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *