টুঙ্গিদিঘির পুলিশ আধিকারিক সুবীর দত্তের উদ্দ্যোগে দুইশো কুকুরের আহারের ব্যবস্থ্যা-
1 min readটুঙ্গিদিঘির পুলিশ আধিকারিক সুবীর দত্তের উদ্দ্যোগে দুইশো কুকুরের আহারের ব্যবস্থ্যা-
প্রদীপ সিনহা উত্তর দিনাজপুর–উওর দিনাজপুর জেলা করণদিঘী থানার টুঙ্গিদিঘী পুলিশ ফাড়ি ইনচার্জ সুবীর দত্তর উদ্দ্যোগে এলাকার দুইশো কুকুরের আহারের ব্যবস্থা করায় সবাই অভিনন্দন জানালো।লক ডাউন জেরে লোকজন প্রায় বাইরে যাওয়া বন্ধ করে দেয়। বাজার সহ দোকান পাঠ সব কিছুই বন্ধ। রাস্তায় কুকুর গুলো খাবার না
পাবার ফলে প্রচন্ড সমস্যার মধ্যে কাটাচ্ছে। এই সব দেখেশুনে করেন দীঘির থানার ইনচার্জ সুবীর দক্ত ও কয়েকজন যুবক মিলে পথ কুকুরদের জন্য ডাল ভাত মাংস রান্না করে প্রায় দুইশো কুকুর কে খাওয়ালেন, টুঙ্গিদিঘী ফাড়ি ইনচার্জ সুবীর দত্ত।
এমন উদোগে খুশি এলাকার মানুষজন। ফাড়ি তে কর্মরত সিভিক ভলেনটিয়াররা বলেন সুবীর দত্ত আমাদেরকে ডেকে বলেন রাস্তার কুকুরদের খাবারের একটা ব্যবস্থ্যা করতে হবে। তারপরেই আমারা কয়েকজন মিলে রান্না করে
টোটোতে করে কুকুরদের জন্য খাওযার ব্যবস্থা করি। সুবীর কর্মকার বলেন রাস্তার কুকুরগুলো অনেক দোকানদারদের উপর খাবার জন্য ভরসা করে থাকে।কিন্তূ লকডাউন সবকিছুই বন্ধ।তাই আমাদেরও কিছু দায় দায়িত্ব থাকে।সেই কারণেই এই খাবার ব্যবস্থা আমরা করেছি।এতে আমাদের খুব ভালো লাগছে।আগামী দিনেও আমরএই ধরনের কJ করে যাবো। জনগন কাছে অনুরোধ আপনা লক ডাউন মেনে চলুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন।