চিকিৎসকের মানবিক মুখ
1 min readচিকিৎসকের মানবিক মুখ
তপন চক্রবর্তী(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার চিকিৎসক শিশির কোলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তার এক মাসের বেতন চল্লিশ হাজার টাকা দান করেন।
ডাঃ শিশির কোলে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পালের হাতে এই চেকটি তুলে দেন।পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন তাদের পৌর হাসপাতালের চিকিৎসক এক মাসের বেতন ত্রাণ তহবিলে দান করায় তিনি গর্ব বোধ করছেন।দেশের এই বিপদের সময় ডাঃ শিশির কোলের মত অনেকের এগিয়ে আসা উচিৎ।তিনি তাকে অভিনন্দন জানান।