লড়ি ও ছোটা হাতি গাড়ি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরে
1 min readলড়ি ও ছোটা হাতি গাড়ি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরে
ইসলামপুর শহরের শিবডাঙ্গী পাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে বুধবার বিকালে লড়ি ও ছোটা হাতি গাড়ি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো। ঘটনার জেরে লকডাউনকে উপেক্ষা করে মানুষ বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।
সংঘর্ষের জেরে গুরুতর জখম আশঙ্কাজনক ছোটা হাতি গাড়ির চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লড়ির চালক ও খালাসী পলাতক। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ছোটা হাতি ও লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শিলিগুড়িগামী লড়িটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে শিবডাঙ্গী পাড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা বৈদ্যুতিক পোলকে ধাক্কা মারে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।