December 24, 2024

প্রণামী বক্সকে রোলিং অর্থনীতিতে কনভার্ট করতে হবে বললেন ড॰ তাপস পাল

1 min read

প্রণামী বক্সকে রোলিং অর্থনীতিতে কনভার্ট করতে হবে বললেন ড॰ তাপস পাল

তনময় চক্রবর্তী করোনা কোভিড-১৯ কে কেন্দ্র করে যেভাবে অর্থনীতি প্রশ্নচিহ্নের মধ্যে পড়েছে তার সমাধান হিসাবে কোনো এক নোবেল জয়ী বলেছেন টাকা ছাপাতে | আমি মনে করি না এটা সঠিক সিদ্ধান্ত | দেশে ১.৫ কোটি বেকারত্ব তৈরী হবে | অন্য দেশে যারা আমাদের রয়েছে তাদের চাকরি যাবে | তাদেরকেও দেশে পাঠিয়ে দেবে সেই সরকার, | চাকা বন্ধ হয়ে গিয়েছে, অর্থনীতি নিয়ে চিন্তার ভাজ | বেকার ১.৫ কোটিকে কতদিন দান-ত্রাণ দেওয়া হবে ? কোভিড -১৯ ও তার কাউন্টার এফেক্ট আরও ৩ মাস থাকবে |

শুধু দান -খাদ্য দিয়ে সমাধান হবে না। বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে প্রবাদ আছে | টাকা কোথা থেকে আসবে এটাই চিন্তা ভারতের মাটিতে এখন | অনেক জায়গা আছে যেখানে কোটি কোটি টাকা আছে | ড. তাপস পাল তাই ধর্মীয় প্রণামি বাক্সগুলিকে খুলে দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ ভারতের ১০ টি ধনী মন্দিরের পরিচালন সমিতিকে | সেখান ধর্মীয় একাউন্ট এ যে অর্থ জমা আছে তাকে রোলিং ইকোনোমি হিসেবে কাজে লাগানোর পরামর্শ | এতদিন মানুষ ধর্মের নামে অর্থ দিত, এবার ধর্ম মানুষকে বাঁচাবে | ধর্ম যদি মানবতাই শেখাই তবে ধর্মীয় একাউন্ট এবার পরিযায়ী শ্রমিক ও দারিদ্রসীমার নিচে মানুষদের জন্য খুলে দিক | এই টাকাকে আবার সরাসরি দান করে দিতে হবে তাও না | নোট ছাপানো , দান দেওয়া , ফ্রী তে খাবার দেও এগুলো কোনও সমাধান না | খুজতে হবে বিকল্প অর্থনীতি | প্রাথমিক পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্মীয় অর্থ কোনো ক্ষুদ্র শিল্পে নিয়োগ করে মানুষকে কর্মসংস্থান তৈরী করে দিক | রোলিং অর্থনীতিতে ধর্মীয় অর্থ কাজে লাগানো যেতে পারে | মন্দিরগুলি নিজেই কর্মসংস্থান তৈরী করতে পারে বিভিন্ন গঠনমূলক ও ব্যবস্থাবাণিজ্যর মধ্য দিয়ে ট্রানজিশন শকটা সামলানো যেতে পারে | একটি মন্দির ধর্মশালা তৈরি, গাছরোপন, হস্তশিল্প, ক্ষুদ্র অর্থনীতি শিল্পে ছোটো ব্যাঙ্কের মতো মাতৃসমাজকে অর্থ দিয়ে ও নিযুক্ত করে মন্দিরের টাকা রোলিং অর্থ করতে পারে |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *