রুদ্রবীনা ক্লাবের সদস্যরা এগিয়ে এলো লকডাউনে অসুবিধা গ্রস্থ মানুষদের পাশে
1 min readরুদ্রবীনা ক্লাবের সদস্যরা এগিয়ে এলো লকডাউনে অসুবিধা গ্রস্থ মানুষদের পাশে
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–কালিয়াগঞ্জের কলেজপাড়ার রুদ্রবীনা ক্লাব করোনা ভাইরাসের লকডাউনে হত দরিদ্র মানুষরা কাজ করতে যেতে না পারায় প্রচন্ড সমস্যার মধ্যে পড়ায় তাদের সাহায্যে এগিয়ে এলো।রুদ্রবীনা ক্লাবের সম্পাদক তরুণ গুহ বলেন তাদের ক্লাবের পক্ষ থেকে কলেজ পাড়ার আশেপাশে থাকা
মানুষদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেন।সামাজিক দূরত্ব বজায় রেখে রুদ্রবীনা ক্লাব প্রাঙ্গনে দুস্থ মানুষদের হাতে এক রক করে খাদ্য সামগ্রী তুলে দেন।তরুণ বাবু বলেন আমাদের ক্লাবের সামর্থ মত আমরা দুস্থদের হাতে এইসব খাদ্য সমগ্রী যেটুকুই দিতে পেরেছি তা যথেষ্টই বলা যায়।প্রয়োজনে আবার দেবার চেষ্টা করবো।
তিনি বলেন মোট ৫০জনকে খাদ্য সমগ্রী এবার দেওয়া হল।আগামী রবিবার আবার দেওয়া হবে।ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন যথাক্রমে বিশু দাস,দেবমাল্য চৌধরী, রন্টি সরকার ও রাকেশ সাহা।চাল ডাল, আলু এবং সয়াবিনের প্যাকেট দেওয়া হয় বলে জানা যায়।