অশোক কুমার রায়।
****** আইছে রে ভাই আইছে চীনা কন্যা নাম তার করোনা।
অস্ত্র যে তার বেজায় ভারী এট্যমবোমা নিউক্লিয়াসের ভরাডুবি। এ্যারে দাপটত পালাইছে তামাম দুনিয়া । আজব যুদ্ধ ভাইরে। মানুষ ছুইলে মানুষ মরে দাপাইছে রে ভাই করোনা সুন্দরী। এসোরে ভাই এসো গাঁও শহরবাসী নুকাই নুকাই ঘরের কোনোত করি যুদ্ধ জারি। যুদ্ধ করি যুদ্ধ করি দেশ বাঁচাও মান ছি বাঁচাও এসোরে ভাই যুদ্ধ করি । নায়ত লাশের পর লাশ উজাড় হবি দ্যাশবাসী। হাসবে শুধু উ-হারামজাদী মানুষখাকী । রসাতলে গেইলে ভাই এ্যটমবোম নিউক্লিয়াসের বাহাদুরী। শুনরে ভাই শুন যুদ্ধ জয়ের নমুনা ছয় হাত দূরত্ করনা কেনে চলাফেরা। জ্বর-সর্দি -কাশি হইলেরে ভাই নুকাইবানা যেনে। ধর-ভাই ধর ডাকতর ঠাকুরের গড় লজ্জা সরম ফেইলে। ওই আইছেরে ভাই আইছে চীনা সুন্দরী।