পিকনিক করতে গিয়ে রেল সেতুর উপর দারিরে মোবাইলে সেল্ফি তুলতে গিয়ে রেলের ধাক্কায় প্রান গেলো এক যুবতির
1 min readপিকনিক করতে গিয়ে রেল সেতুর উপর দারিরে মোবাইলে সেল্ফি তুলতে গিয়ে রেলের ধাক্কায় প্রান গেলো এক যুবতির
জলপাইগুড়িঃ- পিকনিক করতে গিয়ে রেল সেতুর উপর দারিরে মোবাইলে সেল্ফি তুলতে গিয়ে রেলের ধাক্কায় প্রান গেলো এক যুবতির। গুরুতর আহত আরো এক যুবতি ভর্তি মালবার সুপার স্পেশালিষ্ট হাসপাতালে।জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির ঘীস নদীর উপর রেল সেতুর উপর ঘটে এই মরমান্তিক দুর্ঘটনা।ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
স্থানিয় সুত্রে জানা গেছে, মেয়েদুটি রেল সেতুর ওপর দিয়ে হাটছিলো এবং মোবাইলে সেল্ফি তুলছিল । হঠাৎ সেই সময় পেছনথেকে একটি ট্রেন চলে আসে।ট্রেনের ধাক্কায় রেল সেতু থেকে ছিটকে পরে মেয়ে দুটি ঘীস নদীতে। ঘটনা স্থলে মৃত্যু হয় একটি মেয়ের।মৃতের নাম রমা রায়(১৮) গুরুতর আহত অবস্থায় মালবাজার সুপার স্পেশালিষ্ট হাসপাতাল ভর্তি জয়েশ্রী রায়। যানাগেছে ময়নাগুড়ি নতুন বাজার এলাকা থেকে একটি কোচিং সেন্টার থেকে একটি মেয়েদের গ্রুপ পিকনিক করতে গিয়েছিল মালবাজার মহকুমার ওদলাবাড়ি ঘীস নদীতে। পিকনিক করতে আসা সবাই নদীতে থাকলেও রমা ও জয়েশ্রী দুজন ঘীস নদীর উপর রেল সেতুতে উঠে মোবাইলে সেল্ফি তুলছিল। সেই সময় পেছনথেকে একটি ট্রেন চোলে আসে সেই ট্রেনের ধাক্কায় দুজনই ছিটকে নদীতে পরে যায়। ঘটনার স্থলে মৃত্যু হয় রমা রায়ের। এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।