বৌমাকে ধর্ষণের চেষ্টা শ্বশুর এর বিরুদ্ধে পলাতক শশুর
1 min readবৌমাকে ধর্ষণের চেষ্টা শ্বশুর এর বিরুদ্ধে পলাতক শশুর
বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া অঞ্চলের নজদেপুর গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় সাত বছর আগে একই গ্রামের নূর মোহাম্মদ মোল্লা বর কন্যা পঁচিশ বছরের কারিমা বিবির সঙ্গে অজেত মোল্লার বড় পুত্র সাতাশ বছরের হাসান আলী মোল্লার সঙ্গে ত্রিশ হাজার টাকা পণের বিনিময়ে বিবাহ হয় ।
স্বামী হাসান আলী মোল্লা দিনমজুরের কাজ করতেন। কলকাতায় সেই সুযোগে বিবাহের পর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার মারধর। এমনকি বধূকে খাওয়া পর্যন্ত দিতেন না বিয়ে হওয়ার পর জানতে পারেন তার শাশুড়ি শশুরকে ছেড়ে চলে গেছে। বাড়িতে বৌমা আসার পর থেকে তার দিকে কুনজরে দেখতেন। এবং প্রায়শই কুপ্রস্তাব দিতেন সেই কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তার উপরে চলতো অত্যাচার মারধর শশুরের কুপ্রস্তাবের কথা স্বামী হাসান আলী কে বললে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করতেন না ।সংসার চলাকালীন বধুর দুই সন্তান হয় আলমগীর মোল্লা ছয় বছর নাজিমুল মোল্লা এক বছর বন্ধুর বাবা 48 বছরের নুর মোহাম্মদ মোল্লা প্রায় সব বৌমাকে কুপ্রস্তাব দেন শনিবার সন্ধ্যায় ফের একবার অভিযুক্ত শ্বশুর অজেত মোল্লা তাকে কুপ্রস্তাব দেন ঘটনার কথা জানতে পেরে ।বাপের বাড়ি থেকে বাবা নুর মোহাম্মদ মোল্লা মা লালবানু বিবি যান কন্যা শ্বশুর বাড়িতে অভিযুক্ত শশুরকে জিজ্ঞেস করতেই। বাবা মা সহ বধূ তিন জনের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করেন। ঘটনায় গ্রামবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হারায়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা করে ছেড়ে দেয়া হয় বধূ হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে অভিযুক্তরা পলাতক