রায়গঞ্জ স্টেডিয়ামে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জাতীয় পতাকা উত্তোলন করলেন
1 min readরায়গঞ্জ স্টেডিয়ামে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জাতীয় পতাকা উত্তোলন করলেন
প্রতিবারের মতই বিভিন্ন রঙিন ট্যাবলো জেলার উন্নয়নমূলক নানা কাজের খতিয়ান নিয়ে উপস্থিত দর্শকদের সামনে মাঠ পরিক্রমা করে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মহাসমারোহে পালিত হল ৭১ তম সাধারণতন্ত্র দিবস।
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাণা দেবদাস, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, উপ- পুরপতি অরিন্দম সরকার,
জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা পরিষদের কর্মদক্ষ পম্পা পাল, বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল সহ অন্যান্যরা।এদিনের বর্ণময় কুচকাওয়াজে অংশ নেয়
রাজ্য পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ এদিন রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সকাল নটায় জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জাতীয় পতাকা উত্তোলন করেন।
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের সাথে হুডখোলা জিপে চড়ে মাঠ পরিদর্শন করার পর সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। ৷জেলা শাসক অরবিন্দ মিনা নিজের বক্তব্যে
জেলার উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন৷ অন্যদিকে বিভিন্ন বিদ্যালয় ও সংস্থার সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানে রঙিন হয়ে ওঠে এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান৷ এই বিশেষ দিন উপলক্ষে সকালের
অনুষ্ঠানের পর দুপুরে স্টেডিয়াম মাঠেই ডি এম একাদশ ও এস পি একাদশ দুই দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
বিকেল সাড়ে পাঁচটায় রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে প্রতিবারের মত আতসবাজি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে