October 21, 2024

রায়গঞ্জে তিনদিনের বয়সভিত্তিক ভলিবল টুর্নামেন্টের খেলায় মোট ২৮টি দলের অংশগ্রহণ

1 min read

রায়গঞ্জে তিনদিনের বয়সভিত্তিক ভলিবল টুর্নামেন্টের খেলায় মোট ২৮টি দলের অংশগ্রহণ

তপন চক্রবর্তী(উত্তর দিনাজপুর)–শুক্রবার উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের উদ্দ্যোগে তিনদিন ব্যাপী বয়সভিত্তিক ভলিবল খেলার উদ্বোধন হয়।রায়গঞ্জ দেশবন্ধু স্পোর্টিং মাঠে এই খেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ।।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারা শংকর ভট্টাচার্য,প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী,নিলমাধব নন্দী,শুভম মানি।উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন তিনদিনের

এই বয়স ভিত্তিক ভলিবল খেলায় মোট ২৮ টি দল অংশগ্রহণ করেন।যার মধ্যে পুরুষ দলের সংখ্যা ১৫ টি এবং মহিলাদের দলের সংখ্যা ১৩টি।শনিবার মহিলাদের ১৩ টি দল খেলায় অংশ নেয়।ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার।তিনি বলেন রবিবার রাজ্যে গতবার ভলিবলে চ্যাম্পিয়ন হওয়া উত্তর দিনাজপুর দলকে বিশেষভাবে সম্বর্ধনা দেবে উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের পক্ষ থেকে।তিনদিনব্যাপী ভলিবল খেলাকে ঘিরে শুরু হয়েছে রায়গঞ্জে ব্যাপক উন্মাদনা।রবিবারের আকর্ষণীয় ভলিবল ফাইনাল খেলা দেখবার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহিত করবার জন্য উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা বাসীকে উপস্থিত হবার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *