October 21, 2024

‘মানুষের সব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

মানুষের সব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

পাকিস্তানে ধর্মের ভিত্তিতে হিন্দু সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে করুন।’ এই মন্তব্যকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রীকে পালটা তোপ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে CAA বিরোধী প্রথম সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে তীব্র আক্রমণ করেন তিনি।

সিএএ এবং এনআরসি বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের মিছিলে রীতিমতো জনজোয়ার শিলিগুড়িতে সিএএ এবং এনআরসি বিরোধিতায় শুক্রবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পেরিয়ে শেষ হয় বাঘাযতীন পার্কেএদিন মিছিল শুরুর আগে এনআরসি এবং সিএএ তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষের সব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে প্রত্যেককে আবার নতুন করে প্রমাণ করতে হবে তিনি এদেশের নাগরিক এটা আমাদের সভ্যতা, সংস্কৃতির লজ্জা বিজেপির নেতারা কিছু বললেই বলেন পাকিস্তানে চলে যাও নরেন্দ্র মোদির কাছে আমার প্রশ্ন আমাদের এতো বড়ো দেশ, পাকিস্তানের সঙ্গে তুলনা করছেন কেন? আপনার লজ্জা করে না আপনি কী পাকিস্তানের অ্যাম্বাসাডার হয়ে গিয়েছেন পাকিস্তানের কথা আমরা শুনতে চাই না আমরা হিন্দুস্তানের সঙ্গে পাকিস্তানের তুলনা কোনোভাবেই মেনে নেব না পাশাপাশি এদিন সিএএ এবং এনআরসি বিরোধিতায় মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো পরে বাঘাযতীন পার্কে এনআরসি বিরোধিতায় বক্তব্য রাখেন তিনিসভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাকিস্তানের সঙ্গে এদেশের তুলনা করছেন! আপনার লজ্জা করে না?’শিলিগুড়িতে নাগরিকত্ব আইন বিরোধী মিছিল শুরুর আগে ক্ষুদিরাম মূর্তির সামনে সভা থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ‘পাকিস্তানকে প্রশ্ন করুন’ মন্তব্যের জবাব দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘অধিকারের কথা বললে পাকিস্তানে যাও। খাবার চাইলে পাকিস্তানে যাও। চাকরি চাইলে পাকিস্তানে যাও। বাংলাদেশ, নেপালের কথা তো আপনি বলেন না। আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? রোজ পাকিস্তান পাকিস্তান করেন। পাকিস্তানের সঙ্গে এদেশের তুলনা করছেন, আপনার লজ্জা করে না?’ তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, ‘আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। হিন্দুস্তান নিয়ে আলোচনা করতে চাই। ঐক্যবদ্ধ হিন্দুস্তান দেখতে চাই।’

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *