উত্তরবঙ্গ ভিত্তিক প্রতিবাদের দীপালি উৎসবের সঙ্গীত প্রতিযোগিতায় তিন চ্যাম্পিয়ন নেহা,সাওনী ও সায়নী।
1 min readউত্তরবঙ্গ ভিত্তিক প্রতিবাদের দীপালি উৎসবের সঙ্গীত প্রতিযোগিতায় তিন চ্যাম্পিয়ন নেহা,সাওনী ও সায়নী।
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের পরিচালনায় উত্তরবঙ্গ ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতা নেহা,সওনি ও সায়নী চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো।সঙ্গীত প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে।
এই উত্তর বঙ্গ ভিত্তিক সঙ্গীত প্ৰর্তিযোগীতায় সংগীত,ক্রীড়া, আবৃত্তি,যেমন খুশি গাও, যেমন খুশি সাজ,তবলা লহরা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ১৯শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত।২৭শে ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।প্রতিবাদ ক্লাব সম্পাদক আশীষ সাহা(বুম্বা) জানান এবারের সঙ্গীত প্ৰর্তিযোগীতার “ক” বিভাগে চ্যাম্পিয়নের
গৌরব অর্জন করে নেহা ভট্টাচার্য(সারদা সঙ্গীত বিদ্যাপীঠ)”খ” বিভাগে চ্যাম্পিয়ানের মর্যাদা পায় সওনি রায় (স্কুল পাড়া)এবং সাধারণ বিভাগে চ্যাম্পিয়ানের শিরোপা অর্জন করে সায়নী সরকার(সারদা সঙ্গীত বিদ্যাপীঠ)।এই দিন প্রতিবাদ ক্লাবের বার্ষিক পত্রিকা “দ্বিপান্বিতার”উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,উপ-পৌরপিতা বসন্ত রায়,দীপালি উৎসবের সভাপতি তুলসী জয়সওয়াল এবং তরুণ কুমার সাহা।ক্লাব সম্পাদক আশীষ সাহা(বুম্বা) বলেন আগামী ৩০শে ডিসেম্বর প্রতিবাদ মাঠে কলকাতা ও মুম্বাযের শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে বিচিত্রানুষ্ঠান।তিনি সেই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করেন।