October 23, 2024

হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের সাংষ্কৃতিক অনুষ্ঠানে জেলার লোকসংস্কৃতিকে প্রাধান্য

1 min read

হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের সাংষ্কৃতিক অনুষ্ঠানে জেলার লোকসংস্কৃতিকে প্রাধান্য

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের হরিহরপুরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের মহামিলন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় পরিবেশিত হল খন লোক নাটক ” সুরক্ষা”।

দল নেতা বিপুল বসাক জানান তাদের লোকনাট্য “খন”গানকে এই বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সুযোগ করে দেবার জন্য এই অনুষ্ঠানের কর্নধার স্বপন সরকারকে তাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।দলনেতা বিপুল বসাক বলেন তাদের

এই খন নাটকের মাধ্যমে মানুষদের সচেতন হবার বার্তা দেবার দায়িত্ব এই জেলার নাগরিক হিসেবে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে চলেছি।এরফলে গ্রামের মানুষ অনেকটাই বুঝতে শিখেছে।দরকার আরো গ্রামে গঞ্জে প্রচার।হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের কর্নধার স্বপন সরকার বলেন তাদের অনুষ্ঠানে অধিকাংশই শহরের পার্শবর্তী গ্রামের শ্রোতা।

গ্রামের মানুষ যাতে আনন্দের সাথে সচেতন হতে পারে তার জন্যই তারা লোকসংস্কৃতিকে এবার প্রাধান্য দিয়েছেন।আগামী কাল সেই কারণেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী যাত্রা পালাকে তাদের অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয়েছে।আগামী কালের যাত্রাপালা দেখতে যত শ্রোতা আসবে তাতে আমাদের হয়তো হিমসিম খেতে হবে।কিন্তু তার আনন্দই আলাদা।গতকাল থেকে আমাদের লোকনাথ সেবাশ্রমের সমস্ত কর্মীরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে তা এক কথায় অভিনন্দন যোগ্য।এলাকার মানুষ এই অনুষ্ঠানের জন্য যেভাবে সহযোগিতা করছে তা একমাত্র বাবা লোকনাথ বাবার আশীর্বাদের কারণেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *