December 5, 2024

করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি’র ও সিএএ এর প্রতিবাদে অবস্থান-কর্মসূচি

1 min read

  করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি’র ও সিএএ এর প্রতিবাদে  অবস্থান- কর্মসূচি

প্রদিপ সিংহা করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি’র ও সিএএ এর প্রতিবাদে  অবস্থান-কর্মসূচি।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে করণদিঘী  ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান-কর্মসূচি

করণদিঘী রাহুল মঞ্চে সামনে সকাল ১২ টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে চলে  বিকাল 5 টা পর্যন্ত।

এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আছেন করণদিঘী ব্লক  তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সুভাষ সিনহা, বিপাশা দাস সিনহা, রমেশ সিনহা, আজাদ আলি পাশাপাশি কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী

এই অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছেন।এই অবস্থান-বিক্ষোভ থেকে করণদিঘী বিধানসভার বিধায়ক মনোদেব সিনহা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, পশ্চিমবাংলায় এনআরসি হবে না,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছেন।

কেন্দ্রে রয়েছে ধাপ্পাবাজ সরকার এই পাঁচটা বছর শুধু মানুষকে ধাপ্পা দিয়ে আসছে আপনারা ওই সরকারের ফাঁদে পা দেবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *