হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের তিনদিন ব্যাপী মহামিলন উৎসবের সূচনা হল বর্ণময় শোভা যাত্রার মধ্য দিয়ে
1 min readহরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের তিনদিন ব্যাপী মহামিলন উৎসবের সূচনা হল বর্ণময় শোভা যাত্রার মধ্য দিয়ে
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–শুক্রবার উত্তর দিনাজপুর-হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের তিনদিনব্যাপী মহামিলন উৎসবের সূচনা হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বাবা লোকনাথের অভিষেক বারি আনয়নের মধ্য দিয়ে।কয়েক হাজার ভক্তপ্রাণা মানুষদের বর্ণময় শোভা যাত্রায় অভিনবত্ব আনতে এবার ছিল লোকশিল্পীদের মুখা নৃত্যে।
যেখানে বিভিন্ন দেবদেবীরা মুখা নৃত্যের মাধমে শহরের মূল রাস্তা পরিক্রমা করে।অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।বর্ণময় শোভা যাত্রার পুরোভাগে ছিলেন হরি হরিপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের কর্নধার তথা সম্পাদক স্বপন সরকার কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্ময়নন্দ মহারাজ,দক্ষিণ দিনাজপুরের শ্যামল সাহা,সেবাশ্রম সংঘের সভাপতি প্রদীপ কুন্ডু,নবকুমার সাহা,ভানু প্রতাপ শর্মা,সুখেন সরকার,জগদীশ পাল,সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।এ দিন সকালে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে শ্রীমতি নদী থেকে অভিষেক বারী আনয়ন করা হয়।শোভা যাত্রায় মহিলাদের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত।
।সকাল ১১টায় শুরু হয় শ্রীশ্রী লোকনাথ বাবার মহা পূজা ও শান্তিযজ্ঞ।সংস্থার সম্পাদক স্বপন সরকার বলেন বিকেলে শ্রীগুরু সম্প্রদায়ের পরিচালনায় বাবা লোকনাথ জোতিরম্যেযের মহিমা কীর্তন শুরু হয়।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় স্থানীয় বিশিষ্ট শিল্পীদের দ্বারা নৃত্য,ও সঙ্গীত ও কৃষ্ণেন্দু সম্প্রদায়ের ভ্ক্তিগীতির অনুষ্ঠান।২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি পর্যায়ের অঙ্কন প্রতিযোগিতা।ক বিভাগের বিষয় বীজ থেকে বৃক্ষ (১০)বছর পর্যন্ত।দশ বছরের উর্ধের বিষয় পরিবেশ দূষণ ও মানুষের ভূমিকা।অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আছে মহিলা মহলের
জন্য হাঁড়ি ভাঙা দৌড়,যেমন খুশি সাজো,স্থানীয় শিল্পীদের দ্বারা সংগীতানুষ্ঠান ও বিপুল বসাকের পরিচালনায় লোকসংস্কৃতির ” খন গান”।অনুষ্ঠানের তৃতীয় দিন অর্থাৎ ২৮শে ডিসেম্বর মহা প্রসাদ বিতরণ,মহিলা সম্প্রদায়ের মিউজিক্যাল চেয়ার,শঙ্খধ্বনি প্রতিযোগিতা, মঙ্গলদ্বীপ প্রজ্বলন প্রতিযোগিতা,ললিত কলার অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠান।সঙ্গীতা মিউজিক কলেজের পরিচালনায় গীতি আলেখ্য।অনুষ্ঠানের শেষে রায়গঞ্জ বন্দর যুবনাট্য সম্প্রদায় কর্তক পৌরাণিক যাত্রা পালা “কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ’।হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম সমিতির সম্পাদক স্বপন সরকার এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জের ভক্তপ্রানা মানুষের সহায়তায় আমরা তিনদিন ধরে এই মহামিলন অনুষ্ঠান করে থাকিবিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে।বাবা লোকনাথের এই মহামিলনের তিন দিনের অনুষ্ঠান যেন প্ৰকৃত অর্থেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়ে যায়।এই উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের ধনকোল হরি হর পুরে শুরু হয়েছে শুক্রবার থেকেই মানুষের ঢল।জানালেন সম্পাদক স্বপন সরকার।