December 5, 2024

এন আর সি ও সি এ এর বিরুদ্ধে কালিয়াগঞ্জে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

1 min read

এন আর সি ও সি এ এর বিরুদ্ধে কালিয়াগঞ্জে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

তপন চক্রবর্তী- উত্তর দিনাজপুর--শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে কেন্দ্রীয় সরকারের আনা কালা কানুন এন আর সি ও সি এ এর বিরুদ্ধে সকাল দশটা থেকে তৃণমূল দলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়।অবস্থান বিক্ষোভে সামিল হন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,

তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য,তৃণমূল নেতা কমল ঘোষ, উত্তম ঘোষ,কালিয়াগঞ্জ পৌরসভার উপ-পৌর পিতা বসন্ত রায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে কালা কানুন এনে সাধারণ মানুষদের দুর্দশা সৃষ্টি করেছে আমরা তার তীব্র বিরোধীতা করছি।

রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলবে। তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য বলেন সারা রাজ্যে যেভাবে দ্রব্যমূল্যের বাজার আগুন হচ্ছে সেদিকে মোদি সরকারের কোন দৃষ্টি নেই।পরিবর্তে দেশে কালা কানুন এনে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে নষ্ট হবে সেদিকেই এই সরকার প্রতিনিয়ত কাজ করে সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে।আমরা তাই এই কালা কানুন মানছি না মানবো না।অবিলম্বে কালা কানুন বাতিল না করা হলে এই আন্দোলন চলতেই থাকবে।কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সকাল থেকেই তৃণমূলের সমর্থকেরা এই অবস্থান বিক্ষোবে প্রচুর সংখক অংশগ্রহণ করে ।অবস্থান বিক্ষোভ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *