December 3, 2024

আদালত নির্দেশ দিয়েছে, সেটাই শেষ কথা” ; পদ্মাবত নিয়ে মুখ্যমন্ত্রী।

1 min read

প্রিয়া গুপ্তা (বর্তমানের কথা):  “আদালত নির্দেশ দিয়েছে। সেটাই শেষ কথা। রাজ্য সরকারের তা মানা উচিত।” পদ্মাবত মুক্তি নিয়ে আজ নবান্নে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মাবতকে আগেই স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ ছবি মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, “আদালত নির্দেশ দিয়েছে। সেটাই শেষ কথা। রাজ্য সরকারের তা মানা উচিত। ছবিটি এখানে মুক্তি পেলে খুশি হব। পদ্মাবতীর নাম তো পরিবর্তন হয়ে পদ্মাবত হয়েছে। আমি এখানে শান্তি বজায় রাখতে পারি। 
যারা ঝামেলা করছে তারা BJP-র সঙ্গে আছে। সুতরাং BJP-র এটা নিয়ন্ত্রণ করা উচিত। আইনশৃঙ্খলার ক্ষতি হবে এমন কিছু হওয়া উচিত নয়। আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। সিনেমাটা বন্ধ হওয়া উচিত নয়। আলোচনা চলতেই পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *