October 21, 2024

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লককে আনুষ্ঠানিক ভাবে নির্মল ব্লক হিসেবে স্বীকৃতি মিলল বৃহস্পতিবার।

1 min read
তুষার বিশ্বাস (বর্তমানের কথা)উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লককে আনুষ্ঠানিক ভাবে নির্মল ব্লক হিসেবে স্বীকৃতি মিলল বৃহস্পতিবার। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে চোপড়া ব্লককে নির্মল বাংলা মিশনের আওতায় নির্মল ব্লক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চোপড়া ফুটবল মাঠের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী মহাশয়, এলাকার বিধায়ক হামিদুল রহমান, অতিরিক্ত জেলাশাসক অশোক মোদক, মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির আবেদিন বিডিও সুবল বিশ্বাস সহ আরো অনেকে ।খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করতে প্রত্যেক বারিতে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত মিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে তার নামকরণ করেছেন নির্মল বাংলা। মুখ্যমন্ত্রী জানান

দেশের মধ্যে আমাদের রাজ্যে একমাত্র মিশন নির্মল বাংলা প্রকল্পে এগিয়ে। অন্যান্য জেলার মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের পর তৃতীয় ব্লক হিসেবে চোপড়া ব্লককে এই স্বীকৃতি দেওয়া হল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই ব্লককে সার্বিক স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় আনতে ৩১৬২৪ টি শৌচাগার তৈরি করা হয়েছে। মহকুমা শাসক বলেন চোপড়ায় আমি নিজে সার্ভে করে দেখেছি কাজ ঠিকঠাক করা হয়েছে। যদিও  অভিযোগ উঠেছে চোপড়ার সব জায়গায় শৌচাগার তৈরি সম্পুর্ন হয় নি। সোনাপুর, দাসপাড়া সহ কয়েকটি পঞ্চায়েতে ৬০% ও কাজ সম্পূর্ণ হয়নি তবুও কেন চোপড়া ব্লককে নির্মল ঘোষণা করা হয়েছে। উত্তরে মহকুমা শাসক বলেন হয়তো নতুন পরিবার বেড়েছে এবং কিছু জায়গায় অসম্পূর্ণ আছে আমরা তদন্ত করে কিছুদিনের মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ করব। সহ সভাপতি জাকির আবেদিন জানান চোপড়া ব্লকের সমস্ত জায়গায় শৌচাগার তৈরির কাজ শেষ করতে পেরেছি। যদি কোন জায়গায় কিছু বাকি থাকে তাহলে সেটা খুব শীঘ্রই সম্পূর্ণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *